নিউজবিনোদনরাজ্য

সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক, ঝাঁটা-বঁটি নিয়ে তেড়ে যাব: Nusrat Jahan

Advertisement
Advertisement

নুসরত জাহান বর্তমান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ। তবে সোমবার তিনি মঞ্চে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র একজন নারী হিসেবে। সোমবার বিজেপির বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় নারীদের প্রতি অনাচার নিয়ে অভিযোগ করলেন এই অভিনেত্রী। প্রায় কড়া ভাষায় তিনি জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে বাংলার মেয়েদের দমন করা সম্ভব নয়। সাম্প্রতিককালে টলিউডের দুই অভিনেত্রী সায়নী ঘোষ এবং দেবলীনা দত্তের সঙ্গে বিজেপির প্রকাশ্য বাগ-বিতণ্ডা প্রসঙ্গেও কথা বলেন তিনি। নুসরত জানান, “যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানকার মেয়েদের ধর্ষণের হুমকি দিয়ে লাভ নেই।”

তাঁর কথায়, “ধর্ষণের হুমকি আমিও অনেক পাই, তবুও আমি বা এই মঞ্চে উপস্থিত যে কোনও মহিলা এ ধরনের হুমকিতে ভয় পায় না। যদি সাহস থাকে তবে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা, বঁটি মজুত আছে। কেউ আমাদের ভয় দেখালে তাঁদের ঝেঁটিয়ে বিদায় করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে।” প্রসঙ্গত, বিরোধী দলের ‘ধর্ম নিয়ে রাজনীতি’কে কটাক্ষ করে বলেন, তিনি মানুষের সাথে আছেন। জাতি-ধর্ম নির্বিশেষে সকলে একসঙ্গে পশ্চিমবঙ্গকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তার জায়গা হবে না বাংলার মাটিতে, যারা মানুষের পাশে দাঁড়াবে না।

নুসরতের গলায় তীব্র ধিক্কার শোনা গেছে, “তোমরা বাংলার সংস্কৃতি বোঝো না বলেই এরূপ মন্তব্য করছো।” নুসরতের গলায় শোনা গেল অন্যায়ের বিরুদ্ধে সমবেত হয়ে এগিয়ে আসার বার্তা। মানুষকে চোখ-কান খোলা রাখার কথাও বললেন তিনি।

বক্তৃতা শেষ করে মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে তিনি বললেন, “আজ সায়নী-দেবলীনার সঙ্গে যা হয়েছে, তা যেন আর কোনও মেয়ের সঙ্গে না হয়, সেই জন্যই এই মঞ্চে উপস্থিত হয়েছি।” তিনি অঙ্গীকার করেছেন, বাংলার মাটিতে কোনও মেয়ের অসম্মান হতে দেব না। মানুষকে ‘সঠিক’-এর পাশে থাকতে বলে মঞ্চ ছাড়লেন সাংসদ-অভিনেত্রী।

Related Articles