খেলানিউজ

আগামীকাল‌ই ছুটি, ফের ছক্কা হাঁকাতে পাড়েন সৌরভ গাঙ্গুলি, মহারাজের ফিট সার্টিফিকেট দিলেন দেবী শেঠি

Advertisement
Advertisement

এখন একদম ফিট মহারাজ। হার্টের কন্ডিশন খুব ভালো আছে সৌরভ গাঙ্গুলীর। আগামীকালই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

২ থেকে ৩ সপ্তাহ বিশ্রাম নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন প্রিন্স অফ ক্যালকাটা। এমনকি চাইলে খেলতে পারবেন ক্রিকেটও। আজ এমনই সার্টিফিকেট দিলেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন দেবী শেট্টি উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গাঙ্গুলিকে দেখে।

সৌরভকে দেখে কী বললেন দেবী শেট্টি, দেখে নেওয়া যাক একনজরে –
* সৌরভ গাঙ্গুলি সুস্থ আছেন।
* ভালো রেসপন্স করেছেন চিকিৎসায়, আগামীকালই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
* এরপর ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত বিশ্রাম নিতে হবে তাঁকে।
* আমি মেডিক্যাল টিমের প্রত্যেকটি চিকিৎসককে কনগ্র্যাচুলেট করছি।
* সৌরভ যদি দেশের অন্য কোনও প্রান্তেও থাকতেন, তাহলেও এখানের থেকে বেশি যত্ন ও সুচিকিৎসা পেতেন না।
* তাঁর হার্টের কন্ডিশন খুব ভালো, কোনও বড় ঘটনা তাঁর হার্টের ক্ষতি করেনি।
* এই ঘটনা ভবিষ্যতে তাঁর হার্টের কোনও ক্ষতি করবে না, ভবিষ্যতে কোন সমস্যা হবে না।
* সৌরভ একজন জাতীয় সম্পত্তি।
* যে কোনও চিকিৎসকই তাঁর সব কাজ ছেড়ে সৌরভের চিকিৎসায় সাহায্য করতে এগিয়ে আসবেন।
* বিশ্বের যেকোনও জায়গায় তিনি যে চিকিৎসা পরিষেবা পেতেন, সেই সর্বোত্তম পরিষেবাই তিনি পেয়েছেন।
* সহমতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে সৌরভের চিকিৎসা হয়েছে।
* ভবিষ্যতে হয়তো তাঁর আবার একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হতে পারে।
* এখন তিনি বাড়ি ফিরতে পারেন ও তাঁর কাজ শুরু করতে পারেন।
* সৌরভের ঘটনা ভারতের বাস্তব ছবিকে তুলে ধরে।
* ১৫ বছর আগেই এই হার্ট অ্যাটাকের সম্ভাবনার কথা জানতে পারা যেত, তাই বছরে একবার করে মেডিক্যাল চেক আপ শুরু করে দিন।
* সৌরভ নর্মাল লাইফ লিড করতে পারবেন, এমনকি বিমানেও চড়তে পারবেন।
* যে কোনও কিছু করার জন্য সৌরভ একদম ফিট, চাইলে ক্রিকেটও খেলতে পারবেন।
* তাঁর লাইফস্টাইলের সুফল তিনি পেয়েছেন। তাঁর লাইফস্টাইলের জন্যই ধমনীর অত্যন্ত ছোট একটি জায়গায় ব্লকেজ হয়েছিল।
* কী থেকে এঘটনা ঘটেছে, তা কারোর পক্ষেই অনুধাবন করা সম্ভব নয়।

গতকাল ভিডিও কনফারেন্সে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। এরপরই আজ‌ই সৌরভকে দেখতে কলকাতায় উপস্থিত হন দেবী শেঠি। আমজনতার সুস্বাস্থ্যের উদ্দেশেও তিনি একটি বার্তা দিয়ে বলেন, “১৫ বছর আগেই এই হার্ট অ্যাটাকের সম্ভাবনার কথা জানতে পারা যেত। তাই সবাই বছরে একবার করে মেডিক্যাল চেক-আপ শুরু করে দিন।” কলকাতায় সৌরভ যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন, তা ‘সর্বোত্তম’ বলেও উল্লেখ করেন দেবী শেট্টি।

Related Articles