খেলানিউজ

World Cup 2023: বৃষ্টিই বাধা! বিশ্বকাপের আগে একটিও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলো না ভারত

দীর্ঘ ৩৪০০ কিমি যাত্রা করেও ম্যাচ খেলতে পারলেন না ভারতীয় দল

Advertisement
Advertisement

বিশ্বকাপ (World Cup 2023) শুরুর আগে অংশ গ্রহণকারী প্রত্যেকটি দলকে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। আইসিসির প্রত্যেক বড় টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই প্রস্তুতি ম্যাচ হয়ে থাকে। ওডিআই বিশ্বকাপে প্রত্যেকটি দলের দুইবার করে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। ভাবেতের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল ৩০শে সেপ্টেম্বর ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ছিল ৩রা অক্টোবর। তবে দুটি ম্যাচই বিফলে গেল।

বিশ্বকাপ (World Cup 2023) শুরু হওয়ার আগে ভারতের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের সঙ্গে। আসামের গুয়াহাটিতে এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল গত ৩০শে সেপ্টেম্বর। তবে বৃষ্টির কারণে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। এমনকি টস পর্যন্ত হয়নি। দীর্ঘক্ষন অপেক্ষা করো বৃষ্টি না থানায়, হোটেলে ফিরে যাই।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ছিল গতকাল অর্থাৎ ৩রা অক্টোবর। এদিন গুয়াহাটি থেকে ৩৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিরুঅনন্তপুরমে আসে ভারতীয় ক্রিকেট দল। এখানেই ছিল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এই প্রস্তুতি ম্যাচটি নেদারল্যান্ডের সঙ্গে খেলার কথা ছিল। তবে বৃষ্টির কারণে গত মঙ্গলবার নেদারল্যান্ডের সঙ্গে এই ম্যাচ খেলতে পারেনি ভারত। এদিনও বাতিল হয় ম্যাচ। আবার হোটেলে ফিরে যেতে হয় দুই দলের ক্রিকেটারদের। অর্থাৎ দীর্ঘ পথ পাড়ি দিয়েও বিশ্বকাপ (World Cup 2023) শুরুর আগে প্রস্তুতি ছাড়তে পারলেন না ভারতীয় ক্রিকেট দল। বৃষ্টির কারণে সব ভেস্তে গেল।

আগামী ৮ই অক্টোবর অর্থাৎ রবিবার ওডিআই বিশ্বকাপে (World Cup 2023) ভারতের প্রথম ম্যাচটি রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচটি চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। যেখানে আবার ভারতীয় দলকে ৭৮০ কিমি পথ পাড়ি দিতে হবে। এদিকে প্রস্তুতি ম্যাচের কারণে ৩৪০০ কিমি পথ পাড়ি দিয়েও কোনো লাভ হয়নি। বরং বিশ্বকাপ শুরু আগেই দীর্ঘ যাত্রার কারণে ক্লান্তি বেড়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে।

Related Articles