অফবিট

সম্প্রীতির বার্তা, হিন্দু ব্যক্তির মৃতদেহ কাঁধে তুলে শেষ যাত্রায় মুসলিম যুবকের দল

ধর্ম নিয়ে ভেদাভেদের মধ্যেও মানবিকতা এখনও রয়েছে।

Advertisement
Advertisement

এখনও সব কিছুর ঊর্ধ্বে রয়েছে মানবধর্ম। ধর্ম নিয়ে ভেদাভেদের মধ্যেও মানবিকতা এখনও রয়েছে। মানুষ মনে রেখেছেন যে মানব ধর্ম সব থেকে বড় ধর্ম। আর সেই মানব ধর্ম যে এখনও বেঁচে আছে তারই প্রমাণ মিলল উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক ঘটনাতে। গত বৃহস্পতিবার করোনাতে মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। তাঁর নাম ফিরোজ গুপ্ত। তাঁর মৃত্যুর পর শেষযাত্রায় মৃতদেহ কাঁধে তুলে নিলেন একদল মুসলিম যুবক।

নলবন্দ চৌরাস্তার ঘনবসতিপূর্ণ এলাকাতে চিকিৎসা করতেন ওই হিন্দু ব্যক্তি। তিনি ছিলেন গরীবের ভগবান। সেখানে একটি দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে চিকিৎসা করতেন তিনি। এই এরকম মহান মানুষের শেষযাত্রায় যে বহু মানুষের ভিড় হবে তা একদম স্বাভাবিক। ফিরোজবাদ সদর প্রশাসনের পক্ষ থেকে মণীশ আজেজাও যোগ দেন এই চিকিৎসকের শেষযাত্রায়।

আর এনার শেষযাত্রায় মুসলিম যুবকরা নির্দ্বিধায় উচ্চারণ করেন, “রাম নাম সত্য হ্যায়”! সমস্ত নিয়ম নীতি মেনেই শেষ যাত্রার কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর এই ঘটনা সারা বিশ্বের কাছে নজির সৃষ্টি করবে। জাতপাত-ধর্মের ভেদাভেদ বলে কিছুই হয় না, মানবধর্ম যে আসল ধর্ম ফের আরেকবার প্রমাণিত হল এই ঘটনায়।

Related Articles