অফবিটনিউজ

Judge breaking pen nib: কেন মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর, কলমের নিবটি ভেঙে ফেলা হয়

মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার পর বিচারপতি উক্ত কলমের নিবটিকে ভেঙে ফেলেন কেন

Advertisement
Advertisement

কোন অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার পর বিচারপতি বা বিচারপতিরা উক্ত কলমের নিবটিকে ভেঙে ফেলেন (Judge breaking pen nib)। এমন চিত্র টিভির পর্দায় বা বাস্তবে দেখা গিয়ে থাকে। ভারতে এই প্রথা চলে আসছে সেই ব্রিটিশ আমল থেকেই। স্বভাবতই মানুষের মনে প্রশ্ন জাগে যে কেন কলমের নিব ভেঙে ফেলা হয়। এর পেছনে আদৌ কোন বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে, নাকি এমনি এটা করা হয়ে থাকে। আসুন আজকের প্রতিবেদনে তার উত্তর খোঁজা যাক।

খোঁজ নিয়ে জানা গিয়েছে বিচারপতিদের এই রূপ কলমের নিব ভেঙে ফেলার নিয়মটি এমনি তৈরি হয়নি বরং এর পেছনে রয়েছে একাধিক কারণ। একে একে কারণগুলি জানা যাক। প্রথমত, মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর কলমের নিবটি ভেঙে ফেলা হয় (Judge breaking pen nib), কারণ যে কলম তার কালি দিয়ে একজন মানুষের জীবন নিয়েছে সেটি যাতে অন্য কোন মানুষের জীবন নিতে না পারে। বিষয়টি আসলে খানিকটা প্রতীকী।

দ্বিতীয়ত, যতই যুক্তি তর্কের খাতিরে কোন মানুষকে প্রাণদণ্ডের সাজা ঘোষণা করা হোক না কেন, ঘোষণা করেন তো বিচারপতিই। সবকিছুর শেষে বিচারপতিও তো একজন মানুষই। তাই মনস্তাত্ত্বিক পয়েন্ট থেকে বিচারপতি নিজেকে সেই কারো মৃত্যু ঘোষণার বিষন্নতা থেকে মুক্তি দেওয়ার জন্য কলমের নিবটি ভেঙ্গে ফেলেন (Judge breaking pen nib)। এখানে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার সমস্ত দায়ভার কলমের উপর চাপিয়ে দিয়ে কলমটিকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

তৃতীয়ত, কথায় আছে হাকিম নড়ে তবু হুকুম নড়ে না। একজন বিচারপতি একবার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করার পর সেই অভিযুক্তের জীবন বা রায় ফিরিয়ে নিতে পারেন না। এখানেও প্রতীকী হিসাবে, সেই বিচারপতি যাতে তার কলম দিয়ে নতুন কোন রায় ঘোষণা করতে না পারেন তার জন্য কলমের নিবটি ভেঙে নষ্ট করে দেওয়া হয় (Judge breaking pen nib)।

চতুর্থত, অপরাধী হলেও সে একজন মানুষই এবং প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক। তারপরেও সুষ্ঠুভাবে সমাজ ব্যবস্থা ও মানব সভ্যতা পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে আইনকে কঠোর হতে হয়। মানুষ নিজের জ্ঞানত বা অজ্ঞানত এমন কিছু অপরাধ করে বসেন যা বিরল থেকে বিরলতম। আর এই সমস্ত বিরলতম অপরাধের কারণেই মূলত মৃত্যুদণ্ডের সাজা হয়ে থাকে। অপরাধীর মৃত্যুতে শোক জ্ঞাপনের উদ্দেশ্যে তার মৃত্যুর কারণ হিসেবে প্রতিভু কলমটিকে ভেঙে দুঃখ প্রকাশ করা হয়।

Related Articles