নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Dog crying at night: কুকুরের কান্না কি সত্যি মৃত্যুর ইঙ্গিত দেয়? জেনে নিন বিস্তারিত

দীর্ঘদিন ধরে আমাদের সমাজে এমন বেশ কিছু প্রথা বা নিয়ম চলে আসছে, যা আমরা পালন করে আসছি। আবার সমাজে এমন অনেক ধারণাও রয়েছে যা আমরা বিশ্বাস করে আসছি। অনেকেই ধারণাগুলিকে কুসংস্কারও বলে থাকে। যেমন বালিশে বসলে ফোঁড়া হয়, বিড়ালে রাস্তা

Published By: Web Desk | Updated:

দীর্ঘদিন ধরে আমাদের সমাজে এমন বেশ কিছু প্রথা বা নিয়ম চলে আসছে, যা আমরা পালন করে আসছি। আবার সমাজে এমন অনেক ধারণাও রয়েছে যা আমরা বিশ্বাস করে আসছি। অনেকেই ধারণাগুলিকে কুসংস্কারও বলে থাকে। যেমন বালিশে বসলে ফোঁড়া হয়, বিড়ালে রাস্তা কাটলে অশুভ, চৌকাঠে বসতে নেই ইত্যাদি। কুকুরকে নিয়েও এমন এক কুসংস্কার প্রচলিত রয়েছেন। অনেকেই মনে করেন কুকুরের কান্না (Dog crying at night) নাকি মৃত্যুর ইঙ্গিত দেয়।

আপনার জন্য নির্বাচিত

সনাতন হিন্দু ধর্মে এমন অনেক বিষয় রয়েছে যেগুলিকে অশুভ বলে চিহ্নিত করা হয়। রাতে যদি কুকুর কাঁদে তবে তা অশুভ এমনটাও ভাবেনা। মনে করা হয় যে বাড়ির সামনে কুকুর কাঁদছে সেই বাড়ির কারো মৃত্যু ঘটতে পারে। তাই অনেকে রাত্রে কুকুর কাঁদলে মেরে তাড়িয়ে দেয়। সত্যিই কি কুকুর কাঁদলে কারো মৃত্যু ঘটে? কুকুরের কান্না (Dog crying at night) কি অশুভ? জেনে নিন উত্তর।

সাধারণত গ্রামের দিকে কুকুরের কান্না (Dog crying at night) স্বাভাবিক বলে মনে করা হয়। কিন্তু রাতের বেলা শহরের দিকে যদি কুকুর কান্না করে, তবে তাকে অনেকেও অশুভ সংকেত বলে মনে করেন। বয়স্করা বলে থাকেন যে, রাতে বাড়ির বাইরে যদি কুকুর কাঁদে সেক্ষেত্রে কারো মৃত্যু ঘটতে পারে। তাই কুকুর যদি রাতে কারো বাড়ির বাইরে কাঁদে, তাকে মেরে তাড়িয়ে দেওয়া হয়। যা একদমই উচিত নয়। তবে কুকুর কান্না করার কারণ জানলে আপনি অবাক হবেন এবং আপনার সব ভয় দূর হয়ে যাবে।

অনেকেই যেটাকে কুকুরের কান্না (Dog crying at night) বলে ভাবে, আদতেও সেটা কুকুরের কান্না নয়। আসলে কুকুর কান্নার মতো সুর করে তার সঙ্গীকে ডাকে। এমন সুর শুনে সঙ্গী কুকুর অন্য কুকুরটির অবস্থান বুঝতে পারে এবং তার কাছে আসে। এক কথায় কুকুর নিজের অবস্থান বোঝাতে কান্নার সুরে আওয়াজ করে। অন্যদিকে কুকুর যদি শরীরে আঘাত পায় সে ক্ষেত্রেও সে কান্না করে। তাই কুকুরের কান্না বা কান্নার মতো সুর মোটেও অশুভ নয়।