আন্তর্জাতিকনিউজ

চীনের বিরুদ্ধে ভারতের কড়া প্রত্যাঘাত, চরম উদ্বিগ্নে বেজিং

Advertisement
Advertisement

কদিন ধরেই সীমান্তে উত্তেজনার পারদ ক্রমবর্ধমান। চীনের আগ্রাসন বন্ধ করতে চীনের সাথে একাধিকবার সমঝোতার কথা বলা হলেও চীন আগ্রাসন থেকে সরার নাম নেইনি। এই প্রেক্ষাপটে ভারতে ব্যান করা হয়েছে ৫৯টি চিনা মোবাইল অ্যাপ। টিকটক সহ ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে ভারতে। হ্যালো,ইউসি ব্রাউজারের মতো অনেক জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ চিনা অ্যাপের তালিকায় স্থান পেয়েছে। দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যে এটি একটি বড় সিদ্ধান্ত, কেন্দ্রের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা সোমবার রাতে জারি করা হয়েছে।

একসঙ্গে ৫৯ টি চিনা অ্যাপ ভারতে ব্যান করায় উদ্বেগ প্রকাশ করেছে চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। সংবাদসংস্থা ANI কে এমনটাই জানিয়েছে ঝাও লিজিয়ান। তিনি বলেন এই বিষয়ে চীন কঠোরভাবে উদ্বিগ্ন। এই অ্যাপগুলোর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা ও ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করেছে কেন্দ্র সরকার। এই অ্যাপ গুলো প্লে স্টোর থেকে সরানোর জন্য আয়কর দফতর থেকে শুরু করে আরও কয়েকটি বিশেষ দফতরের প্রতিনিধি নিয়ে একটি টিম গঠন করা হয়েছিল। ইতিমধ্যে এই অ্যাপগুলো প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, টিকটক নিজেই প্লে স্টোর থেকে তাদের অ্যাপ তুলে নিয়েছে।

গতকাল, মঙ্গলবার টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী বলেন, ‘প্রাইভেসি ও সিকিউরিটি নিয়ে ভারতীয় আইনে যা বলা আছে, তা সর্বদা টিকটক মেনে চলে। আমরা কখনওই ভারতীয় গ্রাহকদের কোনও তথ্য চিন বা অন্য কোনও বিদেশি সরকারের সঙ্গে শেয়ার করি না। গ্রাহকদের প্রাইভেসি রক্ষা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles