অফবিট

বয়স মাত্র ৩ বছর ১১ মাস, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্বীকৃতি পেল বিস্ময় বালক অদ্রীশ

ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে মেদিনীপুরের ছোট্ট অদ্রীশ পাল।

Advertisement
Advertisement

বয়সে ছোট হলে কি হবে? কাজের দিক দিয়ে সে অনেক বড়। আর এই খুদের কাজ হার মানাবে বড়দেরও। ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে মেদিনীপুরের ছোট্ট অদ্রীশ পাল। এই খুদের বয়স ৩ বছর ১১ মাস। আর এই বয়সেই সে অনেক কবিতা, ছড়া আবৃত্তি করতে পারে। এছাড়া ইংরেজিতে প্রত্যেক বার এবং মাসের নাম গড়গড় করে বলতেও পারে।

মেদিনীপুরের কুইকোটার বাসিন্দা এই ছোট্ট খুদে। সে ক্ষীরপাইয়ের সেন্ট জোন্স স্কুলে পড়াশোনা করে। তাঁর পিতা তাপসকুমার পাল এবং মা অনিন্দিতা দু’জনেই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত। মাত্র ৩বছরের মধ্যেই অদ্রীশ ২৫ টি কবিতা, ছড়া সুন্দর ও সাবলীলভাবে আবৃত্তি করতে পারে। এছাড়া ইংরেজিতে সপ্তাহের ৭ দিনের নসম, ১২ মাসের নাম ছাড়াও ১১ ধরনের জ্যামিতিক আকৃতি চিনে তাদের নামও বলতে পারে অদ্রীশ।

এগুলি ছাড়াও কম্পিউটার কি-বোর্ডে ইংরেজি বর্ণমালা এবং ১ থেকে ৪০ পর্যন্ত টাইপ করতে পারে। আর তাঁর এই প্রতিভার জন্য সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের ২০২২ সালের সংস্করণে জায়গা করে নিয়েছে। এটাই ছাড়াও সে পেয়েছে মেডেল এবং অনেক উপহার। ইতিমধ্যেই ৭৬টি শংসাপত্র অর্জন করে ফেলেছে অদ্রীশ।

লকডাউনের সময় ঘরবন্দি থাকার সময় মায়ের উৎসাহ ও উদ্যোগেই অদ্রীশ নিজেকে একটু একটু করে তৈরি করে। বাড়তে থাকে তাঁর জ্ঞানের ভান্ডার। আর তার সাথেই বিভিন্ন অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অদ্রীশ। আর এই বয়সে এত উপহার পেয়ে খুব খুশি হয়েছে সে। তাঁর সাথেই তাঁর মা-বাবা, আত্মীয়-পরিজন সবাই খুব খুশি হয়েছেন।

Related Articles