নদীয়া সংবাদনিউজরাজ্য

করোনা আবহে বাসে পোস্টার লাগিয়ে সচেতনতার প্রচার নদীয়ার সামাজিক সংস্থা “সুখের ঠিকানা” র

বাস কর্তপক্ষও যাত্রীদের স্যানিটাইজ করে বাসে তোলার কোন উদ্যোগ নেয়ন ৷ এক্ষেত্রে বাস মালিকদের বক্তব্য এমনিতেই লসে চলছে তাঁদের ব্যবসা ৷

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:– করোনা পরিস্থিতিতে ট্রেন বন্ধ হওয়ায় মানুষের দুর্ভোগ কাটেনি ৷ তবে বাস পরিষেবা চালু থাকায় কিছুটা হলেও সুবিধার কারনে প্রতিদিন অসংখ্য মানুষ বাসে যাতায়াত করছেন ৷ কিন্তু বাসে অনেকেই মাস্ক পরছেন না ৷

বাস কর্তপক্ষও যাত্রীদের স্যানিটাইজ করে বাসে তোলার কোন উদ্যোগ নেয়ন ৷ এক্ষেত্রে বাস মালিকদের বক্তব্য এমনিতেই লসে চলছে তাঁদের ব্যবসা ৷ ড্রাইভার, খালাসীদের মাইনে এবং গাড়ির অন্যান্য খরচ সামলাতেই তাড়া হিম সিম খাচ্ছেন ৷ তার ওপর অতিরিক্ত খরচ বহন করা প্রায় অসম্ভব ৷

এই কারনে নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুরের সামাজিক সংস্থা “সুখের ঠিকানার” পক্ষ থেকে আজ নৃসিংহপুর বাসস্টান্ডে থাকা বাসগুলিতে পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করা হয় এবং স্টান্ডে থাকা বিভিন্ন বাসের ড্রাইভার, খালাসী এবং যাত্রীদের মাস্ক পরতে অনুরোধ করা হয় এবং সরকারী নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয় ৷

Related Articles