নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার চাকদহে নাট্যজনের উদ্যোগে পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস

উজ্জল চট্টোপাধ্যায়ের নাটক নির্দেশনায় সুমন পালের তত্ত্বাবধানে একদল যুবক যুবতীরা প্রকাশ‍্যে পথ নাটিকাটি উপস্থাপনা করলেন।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া :- “মাস্ক বাদ নই মাস্কবাদী” যত্ন নিন নিজেকে। কোভিড ১৯ সংক্রমণ ব‍্যক্তিদের ওপর নির্ভর করে এই প্রথম পথ নাটিকা উপস্থাপনা করলেন চাকদহ নাট‍্যজন।

উজ্জল চট্টোপাধ্যায়ের নাটক নির্দেশনায় সুমন পালের তত্ত্বাবধানে একদল যুবক যুবতীরা প্রকাশ‍্যে পথ নাটিকাটি উপস্থাপনা করলেন। যেহেতু নাটক যাএা প্রকাশ‍্যে বন্ধ এই ফাকে ঝালিয়ে ও নিলেন নির্দেশক।

এর আগেও পরিযায়ী শ্রমিকদের খাবার ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে, আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত করেছিলেন সম্পূর্ণ মানবিক কারণে। এবার সচেতন করার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন এই নাটকের সংগঠন।

Related Articles