নদীয়া সংবাদনিউজরাজ্য

জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার খরচ বাঁচিয়ে পুজো মণ্ডপে করোনা যোদ্ধাদের মডেল বানালো নদীয়ার শান্তিপুরের সদস্যরা

এবছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শোভাযাত্রা বন্ধ রেখেছেন সূত্রাগড়র চুনরি পাড়া স্ট্রিটের নিউ তরুণ সংঘ সন্তোষী মাতা পূজা উদ্যোক্তারা।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া :- প্রশ্ন, যুক্তি সমালোচনা নয় , সরাসরি স্বাস্থ্যবিধির প্রশাসনিক বার্তাকে মান্যতা দিয়ে এবছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শোভাযাত্রা বন্ধ রেখেছেন সূত্রাগড়র চুনরি পাড়া স্ট্রিটের নিউ তরুণ সংঘ সন্তোষী মাতা পূজা উদ্যোক্তারা।

এ বছর তারা ৪৪ তম বর্ষে পদার্পণ করলো, সাধ ছিলো চন্দননগরের অত্যাধুনিক লাইটের সমাহার এবং বাঁকুড়ার এক বিশেষ ধরনের বাদ্যদল নিয়ে শোভাযাত্রায় নজর কাড়বেন সকলের। কিন্তু করোনা আবহাওয়া পাল্টে দিলো সমস্ত পরিকল্পনা, পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে কোনো দুঃখ নেই তাদের, পুজো মণ্ডপের সামনে ১১ টি করোনা যোদ্ধা মডেল এবং দুজন জীবন্ত মডেলের ব্যবস্থাপনায় অসচেতন মানুষও লজ্জা পাবেন।

গর্ববোধ করবেন সমগ্র শান্তিপুরের সচেতন মানুষ। তারই প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে, বাগাআঁচড়া পাল বাড়ি থেকে তড়িঘড়ি বানিয়ে নিয়ে আসা এই মডেলগুলি পরিবেশ সচেতনতা উপযোগী করে তুলতে ব্যস্ত সকল সদস্যরা।

Related Articles