দেশনিউজ

‘মাতা’ হয়ে গেলেন ‘পুত্র’! গরুর বাছুরকে ছেলে হিসাবে দত্তক নিলেন দম্পতি

Advertisement
Advertisement

গ্রামের এক পরিবারের সন্তানের ‘মুণ্ডন’ অনুষ্ঠানে গোমতী নদীর ঘাটে আমন্ত্রিত গ্রামের শ’পাঁচেক অতিথি। সঙ্গে এনেছেন নানান উপহার। অনুষ্ঠানের আয়োজক ১৫ বছর সন্তানহীন থাকার পরে ‘ছেলে’-কে পেয়ে উৎফুল্ল বিজয়পাল ও রাজেশ্বরী। চেনা ছবি, কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু ছন্দ কাটবে এরপরই। বিজয়পাল ও রাজেশ্বরীর সন্তান ‘লাল্টু বাবা’ কোনও মানুষ নয়, সে গো-সন্তান; একটি বাছুর! এই অভূতপূর্ব ঘটনা উত্তরপ্রদেশের এক গ্রামের।

বিজয়পালের বাবা লাল্টুর মা’কে তাদের পরিবারে নিয়ে আসেন। কিছুদিন আগে সেই গরুটি মারা গেলে লাল্টুকে পাকাপাকি ভাবে ‘সন্তান’ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন বিজয়পাল ও তাঁর স্ত্রী রাজেশ্বরী। আগেই মারা গিয়েছেন বিজয়পা‌লের বাবা-মা দু’জনেই। যোগী রাজ্যের শাহজাহানপুরে নিজেদের বাড়িতে নিঃসঙ্গ জীবনযাপন করা ওই দম্পতি লাল্টু বাবাকে ঘিরেই নতুন করে বাঁচার রসদ খুঁজে পেয়েছেন।

গোসন্তানের প্রতি এমন অভূতপূর্ব ভালোবাসা দেখে আপ্লুত স্থানীয়রা। রত্নেশ মিশ্র নামে এক গ্রামবাসীর কথায়, ‘‘মুণ্ডনের অনুষ্ঠানে বহু মানুষ এসেছেন। আমরাও অবাক হয়ে গিয়েছি। ওই দম্পতি ও তাঁদের সন্তানকে দেখে আমরা সকলেই খুশি।’’

বিজয়পালের সাফ কথা, ‘‘যদি গরুকে মা হিসেবে গ্রহণ করতে পারি আমরা, তাহলে কেন তার বাছুরকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারব না? আমি ও আমার স্ত্রী দুজনেই ওকে আমাদের ছেলে হিসেবেই দেখেছি। জন্ম থেকেই আমাদের সঙ্গে রয়েছে ও। আমাদের জন্য লাল্টুর ভালোবাসা নিঃশর্ত আর খাঁটি।’’

Related Articles