টেক নিউজনিউজ

দশ হাজারের মধ্যে বাজারের সেরা ৬টি স্মার্টফোন

Advertisement
Advertisement

অনেকেই আছেন যারা অর্থাভাবে স্মার্টফোন কিনতে পারছেন না, অথচ এখন স্মার্টফোন এর প্রয়োজনীয়তা প্রতি মুহূর্তে। আবার চাইনিজ দ্রব্য বয়কট ডাক উঠলেও চাইনিজ ফোনগুলি কম দামে সহজলভ্য হওয়ায় অনেকেই এই ফোন ব্যবহার করে চলেছেন। এই সব সাধারন মানুষের কথা ভেবে দশ হাজারের মধ্যে কিছু ফোনের লিস্ট থাকলো যাতে চাইনিজ ফোন থেকে দূরে সরে সব রকম বাজেটের ক্রেতাদের হাতেই ফোন তুলে দেওয়া যায়।

1) এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং। আর কম দামের মধ্যে স্যামসাং গ্যালাক্সি M01 core ফোনটি বেশ ভালো। 1GB Ram +2GB ভেরিয়েন্টের দাম ৫৪৯৯ টাকা। আর 2GB+ 32 GB ভেরিয়েন্টের দাম পড়বে ৬৪৯৯ টাকা।

2) Samsung Galaxy M01s পাওয়া যাবে ৯৪৯৯ টাকা। এতে 6.2 ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে থাকছে।

3) panasonic Eluga 18 Amazon ও Flipkart এ যথাক্রমে 8143 এবং 8183 টাকায় পাওয়া যায়।

4) NOKIA C3- এই ফোনটি দুটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে একটি 2gb/ 16gb যার দাম পড়বে 7499 টাকা অপরটি 3gb/32gb যার দাম পড়বে 8999 টাকা।

5) Lava Z66 স্মার্টফোনে থাকছে 1.6 গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। এছাড়াও 6.08 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এটির দামও 10 হাজারের মধ্যে থাকছে।

6) Infinix smart 4 Plus ফোনের দাম 7999 টাকা। ফোনটিতে একটি 6.82 ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও 3gb Ram ও 32gb মেমোরি থাকছে যা 256gb পর্যন্ত প্রসারিত করা যাবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles