নিউজরাজ্য

অদম্য মনের জেদ, জুতো সেলাই করেও দুর্দান্ত রেজাল্ট, ‘বীরপুরুষ’ স্বীকৃতি পেল মালদহর সঞ্জয়

তবে এতো কিছু প্রতিকূলতা সত্বেও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো রেজাল্ট করেছে সে।

Advertisement
Advertisement

যে কোনো কাজের ক্ষেত্রেই ইচ্ছেশক্তির প্রয়োজন। মনের ইচ্ছে থাকলে যে কোনো কাজই সহজে করা সম্ভব হতে পারে। আর এরকমই এক কাজ করে দেখালেন সঞ্জয় রবিদাস। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে হয়েছে তাঁকে। আর তাই জুতো সেলাইয়ের কাজ করে সংসার চালাচ্ছে সে। মালদহ জেলার চাঁচল-১ ব্লকের ওখানে থাকে সঞ্জয়।

তবে এতো কিছু প্রতিকূলতা সত্বেও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো রেজাল্ট করেছে সে। আর সঞ্জয়ের এই কঠিন লড়াইকে স্বীকৃতি দিতে এবার ‘বীরপুরুষ’ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। আর তাই আগামী ২০ নভেম্বর কলকাতায় সঞ্জয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষাতে সে ৪৬৫ নম্বর পেয়েছে। উচ্চমাধ্যমিকেও সে প্রায় ৯০ শতাংশ নম্বর পেয়েছে।

এত কষ্ট করা করে তাঁর এই সাফল্যের কীর্তি প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমে। তাঁর এই কীর্তি প্রশংসিত হয়েছে সকলের কাছে। আর এরপরেই নজরে আসে স্থানীয় প্রশাসনেরও। মালদা জেলা সমাজকল্যাণ দফতর রাজ্য সরকারের কাছে সঞ্জয়ের নাম ‘বীরপুরুষ’ পুরস্কারের জন্য সুপারিশ করে। আর এই পুরস্কারের খবর পেয়ে উচ্ছ্বসিত সঞ্জয়। সে ভবিষ্যতে আরও উচ্চশিক্ষিত হতে চায় বলেও জানিয়েছে।

Related Articles