অর্থনীতিনিউজ

Share market: সেনসেক্স ও নিফটির বড় সড় ধস, একদিনে গায়েব ২ লক্ষ কোটি টাকা

শেয়ার বাজার খুলতেই পতনের মুখে সেনসেক্স ও নিফটি। ক্ষতির মুখে একাধিক সংস্থা

Advertisement
Advertisement

শেয়ার বাজারে (Share market) ব্যাপক ধস। গণেশ চতুর্থীর পরেই শেয়ার বাজারের পতন। ধস দেখা যায় সেনসেক্স-নিফটিতে। সপ্তাহের প্রথম দিন থেকেই পতন দেখা দিয়েছিল শেয়ার মার্কেটে। সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার শেয়ার বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল ৭০ হাজার। বুধবার বাজার খুলতেই পতন ঘটে সেনসেক্সে। যেখানে সেনসেক্সের সূচক ৭০ হাজার থেকে নেমে এসেছে ৬৭ হাজারে। এদিন নিফটির সূচকেও ধস নেমেছে। বিশেষজ্ঞরা শেয়ার বাজারের সূচক পতনের পিছনে উৎসবের মরশুম ও ব্রেন্ট ক্রুড তেলের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন।

বুধবার সেনসেক্সের ৭৯৬ সূচক কমেছে। এদিকে এদিন নিফটি হারিয়েছে ২৩২ সূচক। ফলে ৬৭ হাজার ১৭ অঙ্কে নেমে এসেছে সেনসেক্স এবং ১৯ হাজার ৯৬৮ অঙ্কে দাঁড়িয়েছে নিফটি। শেয়ার মার্কেট (Share market) থেকে ২ লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে। টানা ১১ দিন ভালো ভাবে চলার পর সোমবার পতন ঘটেছিল সেনসেক্সের। যেখানে ৬৭,৫৯৬.৮৪ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। তবে বুধবার বাজার খুলতেই পতন শুরু হয়। আজ সেনসেক্সের সর্বনিম্ন সূচক দাঁড়িয়েছে ৬৬,৭২৮.১৪ পয়েন্টে। ২৩১.৯০ পয়েন্ট হারিয়ে নিফটির সর্বনিম্ন সূচক ১৯,৯০১,৪০ পয়েন্ট।

সেনসেক্স এবং নিফটির পতনে বেশ কিছু সেক্টরে ক্ষতি হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাংক, ধাতব ও বহুতল নির্মাণের সঙ্গে জড়িত সংস্থা গুলি। এদিন শেয়ার বাজারে (Share market) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জের সব সেক্টরে ক্ষতির হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের বেসিক মেটেরিয়ালস, ফিন্যান্স, মেটাল সেক্টর বেশি ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মেটাল, ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ব্যাঙ্ক সেক্টরে ক্ষতি হয়েছে। ইউটিলিটি, পাওয়ার, মিডক্যাপ সিলেক্ট সেক্টরগুলি সামান্য লাভের মুখ দেখেছে।

সেনসেক্স এবং নিফটির পতনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের। সেনসেক্সে এরপরই জেএসডব্লিউ স্টিল, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, আলট্রাটেক সিমেন্ট, মারুতি সুজ়ুকির ক্ষতি বেশি হয়েছে। এদিন নিফটিতে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অব মহারাষ্ট্র ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

পাশাপাশি শেয়ার বাজারে (Share market) এদিন লাভের মুখ দেখেছে বেশ কিছু কোম্পানি। বুধবার ব্লু স্টার সংস্থার শেয়ার ১৫ শতাংশ বেড়েছে। বর্তমানে এই কোম্পানির শেয়ার মূল্য ৯২২.৬০ টাকা। এছাড়া এ দিন সেনসেক্সে সর্বাধিক লাভের মুখ দেখেছে পাওয়ার গ্রিড। এই সংস্থার শেয়ার মূল্য ৪.৫৫ টাকা বেড়েছে। এছাড়া এশিয়ান পেন্টস, সান ফার্মা, আইটিসি, অ্যাক্সিস ব্যাঙ্ক সংস্থা গুলিও লাভের মুখ দেখেছে। নিফিতে এদিন সবচেয়ে লাভের মুখ দেখেছে পাওয়ার গ্রিড, কোল ইন্ডিয়া, ওএনজিসি।

Related Articles