Advertisements

আর ছোটাছুটি নয়, এবার বাড়িতে বসেই পাবেন Driving License! জেনে নিন বিস্তারিত

Advertisements

যদি আপনি কোনো প্রকার টু হুইলার কিংবা ফোর হুইলার মালিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর! লাইসেন্স রেজিষ্টেশন করতে আপনাকে আর ছুটতে হবে না কোনো RTO অফিস। বাড়িতে বসেই আপনি অনলাইন করতে পারবেন আবেদন এমনই নতুন নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও সড়ক উন্নয়ন মন্ত্রক। এমনকী অনলাইনে করা যাবে লার্নার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আবেদনও।

কেন্দ্রীয় পরিবহন ও সড়ক উন্নয়ন মন্ত্রক অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সের আবেদনের পাশাপাশি লাইসেন্স মুদ্রণ সবটাই করা যাবে অনলাইন। এছাড়াও করা যাবে লার্নার্স লাইসেন্স, ইলেক্ট্রনিক্স সার্টিফিকেট, মেডিকেল শংসাপত্র, এবং লাইসেন্স-এর পুনর্নবীকরণও করা যেতে পারে অনাইনে। কেন্দ্রীয় পরিবহন ও সড়ক উন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইটের একটি রিপোর্ট অনুয়ায়ী, দেশের হাজারেরও বেশি RTO অফিস গুলি কম্পিউটারাইজড করা হচ্ছে। RTO-র দ্বারা অনলাইনে জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স বৈধ হবে সারা দেশে।

কেন্দ্রীয় পরিবহন ও সড়ক উন্নয়ন মন্ত্রকের এই নতুন নির্দেশিকার উদ্দেশ্য যানবাহনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা। এখন থেকে ৬০ দিন আগে থেকেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউ করা সম্ভব। এমনকি এই নতুন নির্দেশিকায় অস্থায়ী রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে ১ মাসের বদলে করা হল ৬ মাস। কোভিডের বাড়বাড়ন্ত জন্য ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, পারমিট এর রিভিউ সময় বাড়িয়ে করে দেওয়া হল ৩০ জুন ২০২১।

আপনাকে এখন আর লাইসেন্সের টেস্টের জন্য RTO অফিসে যাওয়ার প্রয়োজন নেই, এখন সহজেই পাবেন লার্নার্স লাইসেন্স। কিছু সহজ টিউটোরিয়াল এর মাধ্যমে ড্রাইভিং টেস্ট হবে। এই নথিগুলি আগামী ৩০ শে জুন ২০২১ পর্যন্ত বৈধ বলে বিবেচিত হবে।

Related Articles