রাজ্য

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখবে আলাদা আলাদা শিক্ষক, চিঠি গেল পর্ষদের কাছে

Advertisement
Advertisement

Madhyamik & HS Exam 2024: পশ্চিমবঙ্গে ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অন্য বছরের থেকে বেশ কিছুদিন আগে হচ্ছে। ভোটের কারণে সাধারণ সময়ের থেকে সরে কিছুটা এগিয়ে এসেছে মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam) তারিখ। পরীক্ষার রুটিনের অদলবদলের কারণে ২০২৪ সালে শিক্ষক-শিক্ষিকাদের উপরে চাপ খানিকটা বাড়তে পারে বলে দাবি করা হয়েছে। এই আবহেই পরীক্ষার খাতা দেখাকে কেন্দ্র করে পর্ষদের কাছে চিঠি গেল শিক্ষকদের। কী লেখা রয়েছে চিঠিতে? চলুন জেনে নেওয়া যাক।

Madhyamik & HS Exam 2024

সংসদ ও পর্ষদকে চিঠি টিচারদের (Madhyamik & HS Exam 2024)

সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে (WBCHSE) বিশেষ আবেদন জানিয়ে চিঠি পাঠালেন রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। চিঠিতে শিক্ষক-শিক্ষিকাদের তরফে দাবি করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের খাতা ভিন্ন ভিন্ন শিক্ষক-শিক্ষিকাকে দেওয়া হোক। সোজা ভাষায় তাঁদের দাবি, মাধ্যমিকের খাতা দেখা টিচারদের উচ্চমাধ্যমিকের খাতা এবং উচ্চমাধ্যমিকের খাতা দেখা টিচারদের মাধ্যমিকের খাতা যেন দেখতে না দেওয়া হয়।

Short Film
শরীরের খিদে মেটাতে প্রাক্তন প্রেমিককে ঘরে ঢোকালেন গৃহবধূ, একা দেখুন এই ভিডিও

বক্তব্যের স্বপক্ষে টিচারদের মতামত (Teachers opinion on behalf of their request)

শিক্ষকরা খাতা দেখার জন্য খুবই কম সময় পান। ভিন্ন শিক্ষক ভিন্ন পরীক্ষার খাতা দেখলে খাতার মূল্যায়ন আরও ভালোভাবে করা সম্ভব হবে। উল্লেখ্য, সাধারণত দুই পরীক্ষার মধ্যে ২০-২৫ দিনের ব্যবধান থাকে। এর মধ্যে একাদশ শ্রেনীর খাতা দেখার চাপও থাকে। এই অবস্থায় কোনো শিক্ষককে দুই পরীক্ষার খাতাই দেখতে দেওয়া এবং কোনো শিক্ষককে কোনো খাতাই দেখতে না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী।

Madhyamik & HS Exam 2024

শিক্ষদকের চিঠিকে কেন্দ্র করে চিরঞ্জীব ভট্টাচার্যের প্রতিক্রিয়া (Madhyamik & HS Exam 2024)

চিঠিকে কেন্দ্র করে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শিক্ষকদের আবেদনের প্রতি সহানুভূতি প্রদর্শনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ও প্রধান পরীক্ষকের অনুপস্থিতির কথাও তুলে ধরেন। তাঁর কথায়, খাতার দেখার যোগ্যতা না থাকলে সেই শিক্ষককে খাতা দেখতে দেওয়া হয় না। পাশাপাশি কারোর সন্তান মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকলেও খাতা দেখার কাজ সংশ্লিষ্ট শিক্ষককে দেওয়া থেকে বিরত থাকা হয়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles