দেশনিউজ

যাত্রীদের জন্য সুখবর, দেশ জুড়ে চালু হচ্ছে আরও ৮০ টি প্যাসেঞ্জার ট্রেন

দেশের নানা জায়গা থেকে ওই দিন থেকেই চালু হবে আরও ৮০ টি ট্রেন দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন।

Advertisement
Advertisement

ফের শুরু হচ্ছে আরও ট্রেন পরিষেবা। আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশে আরও রেল যোগাযোগ ব্যবস্থা সচল হচ্ছে। দেশের নানা জায়গা থেকে ওই দিন থেকেই চালু হবে আরও ৮০ টি ট্রেন দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন। আর এই ট্রেনের বুকিং করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর থেকেই। আর একথা ঘোষণা করেছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব।

বর্তমানে দেশজুড়ে কোনো লোকাল ট্রেন চলছে না। শুধুই চলছে মোট ২৩০ টি দূরপাল্লার ট্রেন। এর সাথে আরও ৮০ টি ট্রেন চালু হলে মানুষের পক্ষে সুবিধে হবেই বলে মনে করা হচ্ছে। এছাড়া সম্প্রতি রেলমন্ত্রক জানিয়েছে যে বিহারে ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষার জন্য ২০টি বিশেষ ট্রেন চালানো হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি হবার পর থেকে বন্ধ রয়েছে দেশের লোকাল ট্রেন পরিষেবা। আনলক পর্বে ধীরে ধীরে সব পরিষেবা চালু হলেও এখনও কোনো লোকাল ট্রেন চালু হবে না। কবে থেকে লোকাল ট্রেন চালু হবে তাই নিয়ে জল্পনা চলছে।

Related Articles