আন্তর্জাতিকনিউজ

পাকিস্তানের সঙ্গ দিলো না মুসলিম দুনিয়া, কাশ্মীর ইস্যুতে মুখ পুড়ল ইমরান সরকারের

Advertisement
Advertisement

ফের বিপাকে পাকিস্তান। এবার খোদ মুসলিম দুনিয়াই মুখ ফেরালো পাকিস্তানের দিক থেকে। জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে বৈঠক ডাকতে নারাজ OIC (Organisation of Islamic Cooperation)। মুসলিম দেশগুলির সবথেকে বড় সংগঠন OIC এবার তারাই ‘না’ দাগল পাকিস্তানের সাথে বৈঠকে। ঘটনায় ক্ষোভে ফুঁসছে পাক বিদেশমন্ত্রী।

সূত্রের খবর,তুরস্ক ছাড়া কোনও মুসলিম দেশই কাশ্মীর নিয়ে নাক গলাতে রাজি হচ্ছে না। তারই মাঝে OIC মুখ ফেরালো পাকিস্তান থেকে। তারা সাফ জানিয়ে দেয় আপাতত মাথা ঘামানোর সময় নেই কাশ্মীর নিয়ে। এরপরেই পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন,’কাশ্মীর ইস্যুতে যে মুসলিম দেশ গুলি আমাদের সঙ্গে রয়েছে এবার আমরা তাদের সাথে বৈঠকে বসবো। আমি OIC- র কাছে বিনম্র অনুরোধ তারা যেন কাশ্মীর প্রসঙ্গে বৈঠক ডাকে। যদি এই কাজটি না পারেন আপনারা তাহলে আমি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে অন্য মুসলিম দেশগুলির সঙ্গে আলোচনা করার কথা বলব’।

অন্যদিকে বিশ্লেষকরা জানান, OIC-তে গত মে মাসে ভারতের পক্ষে দাঁড়িয়েছিল মালদ্বীপ। এমনকি কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর মতো মুসলিম দেশগুলি। একদিকে করোনা আবহ অন্যদিকে চিন-আমেরিকা সংঘাত দুয়ে মিলিয়ে কাশ্মীর নিয়ে মাথা ঘামাতে রাজি নয় OIC, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ভারতের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলির মজবুত সম্পর্ক রয়েছে। ফলে এই মুহূর্তে কাশ্মীর নিয়ে কেউই আলোচনা করতে রাজি নয়।

উল্লেখ্য, কাশ্মীরকে কব্জা করার জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান। ফলে, তারা দলে টানতে চাইছে অনেককে। মার্কিন দরবারে কার্যসিদ্ধি না হওয়ায় এবার প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন ইসলামের নাম নিয়ে মুসলিম বিশ্বে কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করে। চেষ্টা করেও মেলেনি সুফল। কাশ্মীর প্রসঙ্গে মাথা গলাতেই রাজি নয় মুসলিম দেশ গুলি।ফলে রীতিমতো চটে লাল ইসলামাবাদ।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles