নিউজরাজনীতিরাজ্য

দুষ্টু গরুর চেয়ে ভালো শূন্য গোয়াল, ‘কুসন্তান’দের বিঁধে স্পট বুঝিয়ে দিলেন মমতা

Advertisement
Advertisement

সম্প্রতি বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের ‘‌দুষ্টু গরু’‌ বলে কটাক্ষ করলেন তাঁদের এলাকা কালনার সভা থেকেই। তিনি এদিন দলত্যাগীদের বিরুদ্ধে তোপ দাগেন পুরনো প্রবাদ বাক্য ‘‌দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল’‌র কথা মনে করিয়ে।

শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো দলত্যাগীদের নাম না করে কটাক্ষ করে মমতা বলেন, ‘‌নিজেদের দুর্নীতি চাপা দেওয়ার জন্য কয়েকটা দুষ্টু গরু হাম্বা হাম্বা ডাকতে ডাকতে ইধার–উধার করে বেড়াচ্ছে। ভাল হয়েছে তারা গেছে। পাপ বিদায় নিয়েছে। আমি মনে করি, যাঁরা তৃণমূলে থেকে তৃণমূলের খারাপ করে তাঁদের এই দলে থাকার প্রয়োজন নেই। যাঁরা মানুষের কাজ করবে তৃণমূল কংগ্রেস তাঁরাই করবে।’‌

‘‌মা’‌ সমান তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দলত্যাগী ‘‌কুসন্তান’‌রা বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি এদিন উদাহরণ দিয়ে বলেন, ‘মা ছেলেদের খাইয়ে দাইয়ে লালন পালন করবে। আর তার পর মা যখন অসুস্থ হয়ে পড়বে বা মায়ের যখন খাদ্যের প্রয়োজন হবে তখন তুমি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। কখনও সুসন্তান হতে পারে না এরকম কুসন্তানেরা।’‌

এদিকে, মুখ্যমন্ত্রী এদিন কালনা ও সংলগ্ন এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলেন, “আমাদের কাছে অনেক পুরনো শহর কালনা-কাটোয়া। ১১০০ কোটি টাকার সেতুর কাজ চলছে কালনাকে নদীয়ার শান্তিপুরের সঙ্গে যুক্ত করার জন্য। মাত্র কয়েক মিনিটে আপনারা শান্তিপুর, নবদ্বীপে চলে যেতে পারবেন এই সেতু তৈরি হয়ে গেলে। ৭০০ একর জমি দেওয়া হয়েছে নতুন করে ইসকনের মন্দির তৈরিতে। নবদ্বীপকে ‘হেরিটেজ শহর’ হিসেবে ঘোষণাও করা হয়েছে। কালনার জন্য আগামীদিনে নিশ্চয়ই ভাবব। যত মন্দির কালনায় আছে আর কোথাও তত মন্দির নেই।”

Related Articles