নিউজরাজ্য

৬০ পেরোলেই সকলের জন্য পেনশন, ১৮ বছরের ঊর্ধ্বে সকল বিধবাকে ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

ভোটের আগে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে রাজ্যের প্রবীণ নাগরিক এবং বিধবাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন, মাসিক পেনশন পাবেন রাজ্যের ৬০ বছরের ঊর্ধ্বের সব বাসিন্দাই৷

এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা বিধবাদের জন্যও৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকার মাসিক ভাতা দেবে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক বিধবাকে৷ এই সুবিধে পাবেন সব ধর্ম, বর্ণের বিধবারাই৷

মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই প্রকল্পের জন্য মোট ১০০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছেন। ভোটের আগের রাজ্যের শেষ বাজেটে সর্বক্ষেত্রেই কল্পতরু মুখ্যমন্ত্রী৷ তবে মুখ্যমন্ত্রী কিছু উল্লেখ করেননি, পেনশন বা ভাতা হিসেবে মাসিক কত টাকা করে পাওয়া যাবে সেই বিষয়ে৷ তার স্পষ্ট উল্লেখ নেই বাজেট পুস্তিকাতেও।

নির্বাচনের আগে শেষ বাজেটে মুখ্যমন্ত্রী যেন অভিযোগের সুযোগ দিতে চাননি কাউকেই৷ স্কুল পড়ুয়া বা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আদিবাসী, তফশিলি সকলের প্রতিই কল্পতরু মমতা৷ এ দিন মুখ্যমন্ত্রী নিজেই ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে।

Related Articles