আন্তর্জাতিকনিউজলাইফস্টাইল

করোনার করালগ্রাসে পাকিস্তান! ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা! বাড়ছে মৃত্যু

Advertisement
Advertisement

প্রীতম দাস: করোনা মহামারীতে গোটা বিশ্ব এখন কবলিত। বিশ্বের তাবড় তাবড় প্রথম সারির দেশ করনার সাথে এটে উঠতে কার্যত হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও করোনা ঘাটি গেড়েছে। পাকিস্তানের অবস্থা ভারতের থেকেও সংকটজনক। পাকিস্তান ইতিমধ্যেই সমস্ত আন্তর্জাতিক বিমান পাকিস্থানে অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এখনো অবধি পাকিস্তানের 972 জন করোনা করালগ্রাসে পতিত।

পাকিস্তানের একদিকে প্রবল অর্থনৈতিক সংকট অন্যদিকে করোনা থাবা , দুই মিলিয়ে কার্যত সারাদেশে হিমশিম খাবার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাকিস্তানের কার্যত বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে এই বেপরোয়া মহামারী। যদিও পাকিস্তানে এই মুহূর্তে নতুন করে কোন আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে 972 জনের মধ্যে পাকিস্তানি এখনো অবধি মাত্র 7 জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে পাঁচজনের পরিস্থিতি আশঙ্কাজনক। 972 জনের মধ্যে 18 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

নতুন করে পাকিস্তানের কোন মৃত্যু ঘটেনি বলে সূত্রের খবর। গোটা পাকিস্তানে 947 টি করোনা অ্যাক্টিভ কেস চলছে। প্রতি 1 মিলিয়ন জনসংখ্যায় পাকিস্তানের করোনা আক্রান্তের সংখ্যা 4। পাকিস্তানের ইমরান সরকার ইতিমধ্যেই অন্যান্য দেশগুলোর কাছে পাকিস্তানের ঋণ মুকুব করার জন্য আবেদন করেছে। সবমিলিয়ে করোনা আতঙ্ক পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে তা বলাই যায় !

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles