অর্থনীতিনিউজ

Post office vs bank: রেকারিং ডিপোজিট কোথায় করবেন? ব্যাংক নাকি পোস্ট অফিস, জানুন

রেকারিং ডিপোজিটের উপর কোন ব্যাংক বেশি সুদ দিচ্ছে? জেনে নিন

Advertisement
Advertisement

বর্তমানে মানুষ সঞ্চয়ের দিকে বিশেষ আগ্রহী উঠেছে। এ জন্য ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস (Post office vs bank) একাধিক সঞ্চয় স্কীম অফার করে। অনেকেই সঞ্চয়ের জন্য ফিক্সড ডিপোজিটকে অন্যতম উপায় বলে মনে করে। তবে ফিক্সড ডিপোজিটে মতো আরো একটি বিনিয়োগ স্কীম রয়েছে, তা হলো রেকারিং ডিপোজিট। যেখানে অনেকেই ৫ বছর কিংবা ১০ বছরের মেয়াদে টাকা জমা করে। মেয়াদ শেষে ভালো রিটার্ন পায়। কেউ পোস্ট অফিসে আরডি করে আবার কেউ বিভিন্ন ব্যাংকে আরডি করে। তবে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে কোথায় বেশি সুদ পাওয়া যায়? চলুন জেনে নিন

এসবিআই রেকারিং ডিপোজিট: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেকারিং ডিপোজিট-এর ওপর ৭.৩০ থেকে ৭.৫০ শতাংশ সুদ দিয়ে থাকে। এই ব্যাংকে ১ থেকে ১০ বছরের মেয়াদে রেকারিং ডিপোজিট (Post office vs bank) করা যায়। যার মধ্যে ১ থেকে ২ বছরের মেয়াদে আরডির উপর মিলবে ৭.৩০ শতাংশ সুদ। অন্য দিকে ৩ থেকে ১০ বছরের জন্য আরডি করলে মিলবে ৭.৫০ শতাংশ সুদ। আয়কর আইন ৮০সি অনুযায়ী বিনিয়োগ ও রিটার্নের উপরকর দিতে হবে।

এইচডিএফসি রেকারিং ডিপোজিট: এইচডিএফসি ব্যাংক রেকারিং ডিপোজিট (Post office vs bank) করলে ৪.৫০ শতাংশ থেকে ৭.০০ শতাংশ সুদের হার পাওয়া যায়। এই ব্যাংকে ৬ মাস থেকে ১০ বছরের মেয়াদে আরডি করা যাবে। ৬ মাসের মেয়েদের রেকারিং ডিপোজিটের উপর ৪.৫০ শতাংশ এবং ৫ বছরের মেয়াদে আরডির উপর ৭.০০ শতাংশ সুদ পাওয়া যায়।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট: সম্প্রতি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটের (Post office vs bank) উপর সুদের হারের পরিমান বাড়িয়েছে সরকার। যেখানে সুদের হার ২০ বেসিক পয়েন্ট বাড়িয়ে ৬.৭ শতাংশ করা হয়েছে। আগে আরডির উপর সুদ পাওয়া যেত ৬.৫ শতাংশ। তবে পোস্ট অফিসে আরডি করলে ৫ বছরের মেয়াদ পাওয়া যাবে। কিন্তু আপনি চাইলে মেয়াদ বাড়তে পারবেন। অন্যদিকে আয়কর ধারা ৮০সি অনুযায়ী বিনিয়োগ ও রিটার্নের উপর কোনো প্রকার কর লাগবে না। ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মিলবে।

Related Articles