অর্থনীতিনিউজ

PNB new service: পিএনবি লঞ্চ করলো নতুন পরিষেবা, গ্রাহকরা পাবেন আরও সুবিধা

নতুন পরিষেবা চালু করেছে পিএনবি, গ্রাহক হলেই পাবেন এই পরিষেবা

Advertisement
Advertisement

বর্তমানে বেশিরভাগ মানুষই নগদ অর্থের পরিবর্তে ইউপিআই ব্যবহার করে লেনদেন করে থাকে। কেউ আর এখন পকেটে করে নগদ টাকা নিয়ে ঘুরে না। বর্তমানে ভারতে ডিজিটাল পেমেন্ট বা অনলাইনে লেনদেন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এটি একদিকে বেশ সুবিধাজনক, কারণ খুব কম সময়ে ঝটপট লক্ষ টাকাও পেমেন্ট করে দেয়া যায়। ডিজিটাল পেমেন্টকে সামনে রেখে পিএনবিও নতুন পরিষেবা (PNB new service) লঞ্চ করলো।

আর এই ডিজিটাল পেমেন্টকে মাথায় রেখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য নতুন পরিষেবা (PNB new service) লঞ্চ করেছে। গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই নতুন পরিষেবা লঞ্চ করা হয়েছে। পিএনবি সম্প্রতি ডিজিটাল রুপে অ্যাপ লঞ্চ করেছে। এই আর ব্যবহার করে এখন পিএনবির গ্রাহকরা ডিজিটাল ভাবে লেনদেন করতে পারবে।

ইউপিআই লেনদেন একদিকে যেমন মানুষের সুবিধা করে দিয়েছে। তেমনই ইউপিআই ব্যবহার করে জালিয়াতির সংখ্যাও বেড়ে গিয়েছে। সে বিষয় মাথায় রেখে পিএনবির গ্রাহকদের নিরাপত্তার জন্য ব্যাংক কর্তৃপক্ষ পিএনবি ডিজিটাল রূপে অ্যাপ নামক এই নতুন পরিষেবা চালু (PNB new service) করেছে। এই অ্যাপ কেবলমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে যে কোনো কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা লেনদেন করতে পারবেন।

পিএনবি ডিজিটাল রূপে অ্যাপ কীভাবে রেজিস্টার করবেন?

● গুগল প্লে স্টোরে গিয়ে পিএনবি ডিজিটাল রুপে অ্যাপ (PNB new service) সার্চ করে পিএনবি ডিজিটাল রুপে অ্যাপ ডাউনলোড করতে হবে।
● এরপর অ্যাপ ওপেন করে ব্যাংকের রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে অ্যাপে রেজিস্টার করে নিতে হবে।
● এবার সেট অ্যাপ পিন-এ ক্লিক করে পিন সেট করে নিতে হবে।
● এরপর অ্যাপ ওয়ালেটে পিএনবি অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।
● তারপর ডেবিট কার্ডের বিবরণ দিয়ে রেজিস্টার সম্পন্ন করে নিতে হবে।
● এভাবে রেজিস্টার সম্পন্ন হলে লেনদেন করা যাবে।

Related Articles