অর্থনীতি

পেনশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রের, কর্মীদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা

এখন প্রতিরক্ষা বিভাগের কর্মীদের EOFP জন্য ৭ বছর চাকরি করা বাধ্যতামূলক ছিল।

Advertisement
Advertisement

কেন্দ্র সরকারের আরেক বড় পদক্ষেপ। প্রতিরক্ষা বিভাগের কর্মীদের জন্য বড় ছাড় ঘোষণা করল কেন্দ্র সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, ফ্যামিলি পেনশনের জন্য ন্যূনতম যে সময়ের জন্য চাকরি করা বাধ্যতামূলক ছিল সেই নিয়ম তুলে নেওয়া হল। এখন প্রতিরক্ষা বিভাগের কর্মীদের EOFP জন্য ৭ বছর চাকরি করা বাধ্যতামূলক ছিল।

তবে এইবার সেই নিয়মের পরিবর্তন করা হচ্ছে। আর্মড ফোর্সের কর্মীদের EOFP যেখানে লাস্ট স্যালারির ৫০ শতাংশ সেখানে Ordinary Family Pension কর্মীদের সেই স্যালারি ৩০ শতাংশ৷ এছাড়াও বলা হয়েছে যে চাকরি ছাড়ার পর রিটায়েরমেন্টর পর কোনো কর্মচারীর মৃত্যু হলে সেদিন থেকে ৭ বছর বা কর্মচারীর ৬৭ বছর হওয়া পর্যন্ত যেটা প্রথম হবে সেই অবধি EOFP দেওয়া হয়ে থাকে ৷

আর ৭ বছর চাকরি হওয়ার আগেই কোনো কর্মীর মৃত্যু হয়ে থাকলে এবং তা ১ অক্টোবরের আগে ১০ বছরের মধ্যে হলে তার পরিবার এবার EOFP পাবেন ৷

Related Articles