অর্থনীতি

কম পুঁজিতে রেলের সাথে ব্যবসা করে লক্ষ টাকা আয়ের সুযোগ দিচ্ছে মোদী সরকার, জেনে নিন সমস্ত খুঁটিনাটি

এবার থেকে রেলকে পণ্য বিক্রি করতে পারবেন ছোট ব্যবসায়ীরাও।

Advertisement
Advertisement

এবার রেলের সাথে ব্যবসা করার সুযোগ দিচ্ছে মোদী সরকার। আপনার যদি পুঁজি কম থাকে, তাহলেও রেলওয়ের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করতে পারেন। মূলত ভারতীয় রেল কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে লেনদেন বৃদ্ধির জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবার থেকে রেলকে পণ্য বিক্রি করতে পারবেন ছোট ব্যবসায়ীরাও।

রেলের দরপত্রের ২৫ শতাংশের মধ্যে ১৫ শতাংশের বরাত ছোট উদ্যোক্তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর পাশাপাশি ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে নির্দিষ্ট টাকা জমা রাখা ও সঞ্চয়ের ক্ষেত্রেও শর্ত শিথিল করেছে রেল। এক্ষেত্রে ঘরোয়া পণ্যকে উৎসাহিত করতে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিতে ওয়াগন, ট্র্যাক ও কোচের টেন্ডার ৫০ শতাংশই দেশীয় উৎপাদনকারীদের দেওয়া হয়েছে। এছাড়া ‘বন্দে ভারত’ ট্রেনের ইলেকট্রিসিটির ৭৫ শতাংশ স্বদেশী পণ্য রয়েছে।

আর এই ক্ষেত্রে রেলের সাথে যুক্ত হয়ে ব্যবসা করার জন্য আপনাকে প্রথমে https://ireps.gov.in বা https://gem.gov.in-এ রেজিস্ট্রেশন করাতে হবে। এই ওয়েবসাইটে গেলে আপনি দরপত্র দেখতে পারবেন। আর এক্ষেত্রে সবচেয়ে সস্তায় যেগুলির ভালো গুণগতমানের পণ্যই অগ্রাধিকার দেওয়া হবে।

Related Articles