অর্থনীতিনিউজ

LIC Agent: এলআইসি-র কর্মী ও এজেন্টদের জন্য একাধিক কল্যানমূলক ব্যবস্থা ঘোষণা করলো মোদী সরকার

এলআইসি এজেন্টদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের

Advertisement
Advertisement

জীবন বীমা নিগমকে আরো গভীরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যেখানে এলআইসি-র কর্মী ও এজেন্টের (LIC Agent) জন্য একাধিক কল্যাণ মূলক ব্যবস্থা গ্রহণ করলে মোদী সরকার। এর মধ্যে দিয়ে ২০১৭ সালের এলআইসি এজেন্ট আইনের পরিবর্তন, গ্র্যাচুইটি সীমা বৃদ্ধি এবং অভিন্ন হারে পারিবারিক পেনশন ও মেয়াদী বিমা কভার মতো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ১৮ই সেপ্টেম্বর প্রেস ইনফরমেশন ব্যুরোর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করেছে।

LIC কর্মীদের (LIC Agent) জন্য কী কী পদক্ষেপ নিয়েছে?

১) এলআইসি-র কর্মী ও এজেন্ট (LIC Agent) -দের গ্র্যাচুইটি সীমা বৃদ্ধি

জীবন বীমা নিগমের এজেন্টদের গ্র্যাচুইটির সীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে। এর মধ্যে দিয়ে এজেন্টদের কাজের অবস্থার যেমন উন্নতি ঘটবে, তেমনই অনেক সুবিধাও পাবে এজেন্টরা।

২)এলআইসি-র কর্মী ও এজেন্ট (LIC Agent) পুনর্নিযুক্তি

এলাইসি পুনরায় এজেন্ট নিযুক্ত করেছে এবং এজেন্টদের কমিশনও পুনর্নবীকরণ করা হবে। এর ফলে এজেন্টরা আর্থিক অবস্থার উন্নতি হবে।

৩) এলআইসি-র কর্মী ও এজেন্ট (LIC Agent) -দের মেয়াদী বীমা কভার বৃদ্ধি

জীবন বীমা নিগমের এজেন্টদের মেয়াদী বীমা কভারও বৃদ্ধি করা হয়েছে। এতোদিন এজেন্টদের মেয়াদী কভার ছিল ৩০০০ থেকে ১০,০০০ টাকা। এখন তা বাড়িয়ে করা হলো ২৫,০০০ থেকে ১,৫০,০০০ টাকা। মেয়াদী বীমা কভার বৃদ্ধির ফলে এজেন্টের মৃত্যুর পর এজেন্টের পরিবার আর্থিক ভাবে সহায়তা পাবে।

৪)এলআইসি-র কর্মী ও এজেন্ট পারিবারিক পেনশন

জীবন বীমা নিগমের কর্মীদের জন্য অভিন্ন হারে পারিবারিক পেনশন দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে কর্মীর পারিবারিক কল্যানে ৩০ শতাংশ হারে পেনশন প্রদান করা হবে।

Related Articles