বাংলায় রিলিজ হল তানি মুনির বসন্ত উৎসবের অসাধারন একটি গান, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

“বসন্ত এসে গেছে”- শীতের ঝরা পাতার পর অশোক আর পলাশে বসন্ত কড়া নাড়ে। বসন্ত মানেই চারিদিকে ভালোবাসার রব, বসন্ত মানেই রঙের খেলা। প্রকৃতি যেমন এই সময় ধরা নতুন রঙবাহারি সাজে সেজে ওঠে তেমন সেজে ওঠে মানুষ।
বসন্ত কালের সাথে ওতোপ্রত ভাবে জড়িয়ে রয়েছে দোলযাত্রা। সামনেই দোল ইতিমধ্যে দোলের রঙ সকলের মর্মে লেগে গেছে। দ্বার খুলে দিয়ে দুহাত ভরে বসন্তকে আহ্বান করে নিচ্ছে সকলে। দোল এলেই আমাদের মনে শান্তিনিকেতনের চিত্র ফুটে ওঠে। একদল যুবক যুবতী, কচিকাচারা গানে নাচে যেভাবে দোল উদযাপন করে তা হৃদয় স্পর্শ করে।
তবে করোনার ভয়ে বর্তমানে বড়ো জমায়েত বন্ধ। তাই এইবছর শান্তিনিকেতনের দোলযাত্রা উপভোগ করতে না পারলেও মন খারাপের কিছু নেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে বাড়িতে বসেই এই অনুষ্ঠান উপভোগ করা যেতেই পারে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি বাচ্চা মেয়ের গান ভাইরাল হয়েছে যা দেখলে মনে হবে দোল প্রায় চলেই এসছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি বাচ্চা মেয়ে শাড়ি পড়ে ওরে গৃহবাসী গান গাওয়া শুরু করে। গান শুরুর আগেই প্রকৃতির মাঝে তারা রঙ ছড়িয়ে দিয়েছে। আবিরে রাঙা হয়ে বসন্তকে আহ্বান করে নিয়েছে তারা। গানের সুরের সাথে প্রকৃতির মাধুর্য একাকার হয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছে। শুধু গান না পাশাপাশি তাদের নাচতেও দেখা গিয়েছে। বাচ্চার দুটির মিষ্টি কন্ঠসুর মুগ্ধ করে দিয়েছে সকলকে।