Advertisements

দুর্দান্ত কণ্ঠে অসাধারন হিন্দি গান গেয়ে মুগ্ধ করলো জুনিয়র সোনু নিগম, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Advertisements

কথায় বলে বাপকা বেটা আর এই কথা প্রযোজ্য সনু নিগম আর নিভান নিগম এর ক্ষেত্রে। নিভান হলো সোনু নিগমের ছেলে। সোনুর গান নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না কিন্তু তার ছেলেও বাবার পথই অনুসরন করছে। একরত্তি নিভানের গায়কি শুনলে সত্যি মুগ্ধ হতে হয়।

দেশের সেরা সংগীত শিল্পীদের মধ্যে সোনু নিগম অন্যতম হিন্দি বাংলা দক্ষিণী ভাষা থেকে শুরু করে একাধিক আঞ্চলিক ভাষাতে গান গেয়েছেন তিনি। শ্রোতাদের কাছ থেকেও প্রচুর ভালোবাসা পেয়েছেন। তবে এই প্রতিভা জুনিয়র সোনু নিগমের মধ্যেও যে রয়েছে তাই সামনে এসছে।

বর্তমানে সোনু নিগমের ছেলে নিভান আপাতত দুবাইতে বড় হচ্ছে। ইতিমধ্যে সেখানকার টপ গেমারদের মধ্যে নিজের নাম তুলে নিয়েছে সে। কিন্তু তার সাথে তার গানের গলাও যথেষ্ট সুন্দর। ছোট থেকেই ভালো গান গাই সে আর এবার সেই প্রমান উঠে এলো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আভি মুঝমে কাহি গানটি গাইছে তার ছেলে। ভিডিওটি 2012 সালের একটি লাইভ কনসার্টের ভিডিও আজ সেখানেই দেখা যাচ্ছে বাবার কোলে উঠে হাজার হাজার দর্শকের মাঝে দাঁড়িয়ে গান গাইছে সে। ছোট নিভানের গান যে এক লহমায় যে দর্শকদের মন জয় করে নিয়েছে তা সেখানের দর্শকদের উল্লাস দেখেই বোঝা যাচ্ছে।

এখন সে অনেক বড়ো কিন্তু তারপরেও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই ভাইরাল হয়েছে। ওইটুকু বয়সেই তার তার গলায় সুরের ভান্ডার পরবর্তীতে তাকেও যে গায়ক হিসেবে দেখা যেতে পারে তা বললে অত্যুক্তি হবে না।

Related Articles