বিনোদন

মাত্র কয়েক দিন পরেই বিয়ে, এমন সময় তৃণাকে ছাড়তে চাইছেন নীল! আসল ঘটনা কি

Advertisement
Advertisement

আর মাত্র কয়েকটা দিন তারপরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্যামার নিখিল। উহু ভাববেন না জানো নিখিল রিল লাইফে বিয়ে পিঁড়িতে বসার জন্য তোড়জোড় করছে। রিল নয় আসলে রিয়েল লাইফেই সাত পাকে বাঁধা পরতে চলেছে নিখিল ওরফে নীল। চলতি বছরই শ্যামা নিখিল ওরফে নীলের সঙ্গে সৌজন্যের গুনগুন ওরফে তৃণার চার হাত এক হচ্ছে। কিন্তু বিয়ের আগেই নীল তৃণার মধ্যে শুরু ঝামেলা। তবে কি বিয়েটা হবে না নীল তৃণার?

প্রায় এক দশকের প্রেম নীল ও তৃণার। সেই ২০১১ সালে এমবিএ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় ক্যাট ক্লাসে তাঁদের দেখা হয়েছিল। ২০১১ সালেই প্রথম ডেটে গিয়েছিলেন দু’জনে। সেখানেই রয়েছে তাদের প্রথম চুম্বনের স্মৃতি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রেমের এই প্রখম পর্যায় চলেছিল। তারপর পড়াশোনার জন্য দিল্লি চলে যান তৃণা। নীল রয়ে যান কলকাতায়। পরে ২০১৫ সালে তৃণার ফেরার পর ফের বন্ধুত্ব শুরু। এরপরেই ধীরে ধীরে তৃণা বুঝতে পারেন নীল তাঁর কাছে বন্ধুর চেয়েও বেশি।

আর তারপরেই ২০১৭ সালের ২১ জুন বন্ধুদের সামনে তৃণাকে প্রপোজ করেন নীল। তারপর থাইল্যান্ডে প্রী হানিমুনও সেরে এসেছেন দু’জনে। এইসবের মাঝেই তাদের মনে হয়েছে তাদের চার হাত এক হওয়া প্রয়োজন। যেমন ভাবা তেমন কাজ চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল তৃণা। ফেব্রুয়ারির ৪ তারিখ ঠিক হয়েছে বিয়ের দিন। আর রিসেপশনের জন্য প্রেমদিবস অর্থাৎ ভ্যালেন্টাইন ডে-কেই বেছে নিয়েছেন তাঁরা। ১৪ ফেব্রুয়ারিতে হচ্ছে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। হাতে আর বেশিদিন সময় নেই ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিয়ের। কিন্তু এরই মাঝে তৃণার সঙ্গে মান-অভিমানের পালা শুরু নীলের।

যাদের আর এক মাস বাদে বিয়ে তাদের মধ্যে চলছে ঝগড়া এটা শুনে নিশ্চয়ই অবাক লাগছে? আসল ব্যাপার হলো সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল নীল তৃণার একটি ভিডিও। যেখানে ‘যাতা হু ম্যায় তো মুঝে তো জানে দে’ গানে লিপ দিচ্ছেন নীল আর ঠিক তখনই হাত টেনে ধরছেন তৃণা। তাদের এই ভিডিও দেখে অনেকের মনে হচ্ছে নিশ্চয়ই সেলেব জুটির মধ্যে ঝগড়া হয়েছে। যদিও এই ভিডিও নিছকই অভিনয়। বিয়ের আগে নীল তৃণা দুজনেই দারুণ সাজে সেজে ভিডিও করেছেন। নেটবাসী নীল তৃণার গদগদ প্রেমের ভিডিও চেটেপুটে উপভোগ করছে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles