সব কষ্টের শেষ এবার শান্তিতে থাক, নিজের সন্তানকে চিরবিদায় জানিয়ে শোকে ভেঙে পড়লেন মিমি

পোষ্য মানেই নিঃশর্ত ভালোবাসার এক বন্ধন। এই অবলা জীবেদের মধ্যে যে ভালোবাসা মায়া ভরা থাকে তা নিঃশর্ত। যাদের বাড়িতে পোষ্য আছে তারা জানে যে পোষ্যরা পরিবারের সদস্যর থেকে কিছু কম নয়। পোষ্যর সাথে তার মালিকের সম্পর্ক হয়ে ওঠে মা সন্তানের মতই। কিন্তু যখন তারা পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় সেই যন্ত্রণা স্বজন হারানোর যন্ত্রনার সমান।
আর এবার এই সন্তানতুল্য পোষ্যর মৃত্যুতে আক্ষেপ ঝড়ে পড়লো মিমির গলায়। “তুই আজীবনের জন্য অর্ধেকটা সঙ্গে নিয়ে চলে গেলি”- সদ্য সন্তারহারা মিমি চক্রবর্তীর ঘরে নেমে এলো শোকের ছায়া।
আসলে মিমির কাছে ভালবাসার ঠিকানাই হল তার দুই চারপেয়ে সন্তান অর্থাৎ দুই সারমেয়। চিকু আর ম্যাক্সো তার দুই নয়নের মনি। চিকুকে নিজের বড়ো ছেলে বলেই পরিচিতি দিতেন মিমি। ভক্তদের সাথে চিকু ও ম্যাক্সোর নানান মুহুর্ত ভাগ করে নিতেন সর্বদা। কিন্তু শনিবার না ফেরার দেশে চলে গেল আদরের চিকু।
মারন রোগের সাথে বেশ কয়েকমাস যাবৎ লড়াই করছিল চিকু কিন্তু শেষ রক্ষা হলো না। শনিবারই মৃত্যুর কোলে ঢোলে পড়ল সে। এইদিন ছেলের শেষকৃত্য সম্পন্ন করে চিকুর কবরে শায়িত একটি ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করে মিমি লিখেছেন” সব কষ্টের শেষ এবার শান্তিতে থাক।”
নিজের সোশ্যাল হ্যান্ডেল একটি স্ট্যাটাস শেয়ার করে মিমি আগেই জানিয়েছিল তাই সন্তান সম চিকু অসুস্থ। তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। চিকুর সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেছিলেন অনুরাগীদের কিন্তু সেই প্রার্থনা বিফলে গেল। সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেল চিকু, মিমির আদরের পোষ্য।