আলাদা হয়ে গেল ওম-তোরার ঘর, একরত্তি ছেলেকে নিয়ে রাজার থেকে দূরে থাকছে মধুবনী

টেলিভিশন তারকা রাজা এবং মধুবনীর সন্তান ১০ এপ্রিল এসেছে তাদের কোল আলো করে, ছেলের জন্মের পরেই রাজা নিজের ইনস্টাগ্রামে স্ত্রী ও সন্তানের ছবি পোস্ট করে অনুরাগীদের এই খুশির খবরটি দেন। তবে ছেলের মুখ এখনো জনসম্মুখে নিয়ে আসেননি এই জুটি। টেলিভিশন জগতের জনপ্রিয় কাপল রাজা মধুবনী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসা ডট কম এ তোরা ওম এর চরিত্রে আত্মপ্রকাশ ঘটে মধুবনী রাজার। সিরিয়ালের সেটেই প্রেম। রিল লাইফ এবং রিয়েল লাইফে রাজা মধুবনীর প্রেমের রসায়নে মুগ্ধ হয়ে গিয়েছিল তাদের অনুরাগীরা।
এরপর দীর্ঘ প্রেমের সম্পর্ক কে ২০১৭ সালে পরিণতি দেয় এই জুটি, বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজা এবং মধুবনী। বিয়ের চার বছর পর তাদের প্রথম সন্তান এলো তাদের জীবনে। বিয়ের পর এক প্রকার অভিনয় থেকে বিদায় নিয়েছেন মধুবনী, বর্তমানে তিনি বিজনেস উইম্যান। উত্তর কলকাতার আহিরিতলা নিজের একটি স্পা এবং সেলুন খুলেছেন মধুবনী, অন্যদিকে রাজা এখন ব্যস্ত সিরিয়ালের কাজ নিয়ে, বর্তমানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’তে অভিনয় করছেন রাজা।
মধুবনী একজন গোপাল ভক্ত, ছেলে পেটে থাকাকালীন মাঝেমধ্যেই বালগোপাল হাতে নিয়ে ছবি দিতেন তিনি, আর তাই ছেলের জন্মের পর ভগবান কৃষ্ণের নামের অনুসরণে ছেলের নাম রেখেছেন কেশব। পহেলা বৈশাখের দিন ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রাজা মধুবনী, সকলকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। গতবছর লকডাউন এর সময় নিজের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানান মধুবনী। বেবি বাম্প এর সাথে মাঝেমধ্যেই ছবি পোস্ট করতেন অভিনেত্রী। এমনকি মধুবনী নিজের সাধ খাওয়ার ছবিও ভাগ করে নিয়েছিলেন নেট মাধ্যমে, যেগুলি ভাইরাল হয়েছিল নেট দুনিয়াতে।
বর্তমানে চারিদিকে করোনা পরিস্থিতি, সংক্রমণের হার বেড়ে চলেছে। সকলেই নিজেদের প্রিয়জনকে নিয়ে রয়েছে চিন্তায়। স্বাভাবিক ঘরে তাদের ছোট্ট শিশুকে নিয়েও চিন্তিত সদ্য বাবা মা হওয়া রাজা এবং মধুবনী। আর তাই তার নিরাপত্তার কথা ভেবে একে অপরের থেকে আলাদা থাকছেন রাজা মধুবনী। একই বাড়িতে থেকেও দুজন আলাদা রুমে থাকছেন তারা, কারণ সিরিয়ালের কাজে রাজাকে যেতে হচ্ছে বাড়ির বাইরে, আর তাই ভাইরাসের ভয়ে ছেলের সাথে এক ঘরে থাকছেন না বাবা রাজা, এমনকি ছেলেকে আদর করতে হলেও মুখে মাক্স পড়ে নিচ্ছেন তিনি। ছেলের নিরাপত্তার কথা ভেবে আপাতত আলাদা ঘরে থাকছেন অভিনেতা। স্ত্রী মধুবনী ছেলেকে নিয়ে থাকছেন অন্য ঘরে।