বিনোদন

সুপারস্টার দেবের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী, নতুন ‘খেলাঘরে’ প্রবেশ অভিনেত্রীর

Advertisement
Advertisement

তেলে জলে কি মিশ খায়? হ্যাঁ খায়! না খেলে কি আর দুই রাজনৈতিক বিরোধী পদপ্রার্থী একই পর্দায় ধরা দেয়। ভাবছেন কি হেয়ালি করছি? তাহলে খোলাসা করেই বলি, একজন তৃণমূলের পোড়খাওয়া সংসদ দেব অন্যজন বিজেপি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রাবন্তী। এইবার এই দুই প্রতিপক্ষ একসাথে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘খেলাঘর’ সিনেমায় বাঁধতে চলেছে জুটি।

এই প্রথম নয় যে দেব আর শ্রাবন্তী একসাথে কাজ করছেন, তবে রাজনৈতিক প্রার্থী হওয়ার পর প্রথমবার একসাথে এই দুই তারকাকে দেখা যাবে।সম্পর্কের টানাপোড়েন নিয়ে লীনা-শৈবালের আগের দু’টি ছবি ‘মাটি’, ‘সাঁঝবাতি’ , আর খেলাঘর এর গল্পেও থাকবে সেই ছোঁয়া। আধুনিক সমাজে নারী-পুরুষের সম্পর্কের অপ্রাপ্তির গল্প নিয়ে ‘খেলাঘর’।

দেব শ্রাবন্তী ছাড়াও এই ছবিতে থাকছেন অভিনেত্রী পাওলি দাম। লীনা গঙ্গোপাধ্যায় এর কথায় সম্পর্কের গল্প বলতে ভালোবাসি এই সিনেমাতেও তাই দেখা যাবে, একটি পুরুষ ও দুটি নারী তাই ত্রিকোণ প্রেমের গল্পের একটা সম্ভাবনা থাকছে। তবে এখনই খোলসা করে সিনেমার পেক্ষাপট বলতে রাজি নন পরিচালকমণ্ডলী। দেবের সাথে এই নিয়ে বেশ কয়েকটি সিনেমা করেছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়, এ বিষয়ে লিলা গঙ্গোপাধ্যায় জানান এই চরিত্রের জন্য দেবকে সবথেকে বেশি সাবলীল বলে মনে হয়েছে, তবে শ্রাবন্তীকে এই ছবিতে নেওয়ার কারণ হিসেবে তিনি জানান শ্রাবন্তী বেশ কয়েকটি অন্য ধারার ছবি দেখেছি তাতে মনে হয়েছে ও পারবে।

শুধুমাত্র অভিনেতাই নন তার সাথে দেব এই ছবির একজন প্রযোজক ও বটে। অতনুর বেঙ্গল টকিস এর সাথে দেব এন্টারপ্রাইজ এর একসাথে জোট বেঁধে এটি দ্বিতীয় ছবি। প্রত্যেক কলাকুশলী এই ছবি নিয়ে বেশ আশাবাদী, দেব বলেন, লিনা দি এবং শৈবাল দা যেই চরিত্রগুলো লেখেন তাতে অভিনয়ের অনেকটা সুযোগ থাকে। এমন চরিত্রে অভিনয় করার সুযোগ প্রথমবার পেয়েছি, বেশ উচ্ছ্বসিত তবে এখনই চরিত্র নিয়ে কোনো কথা বলেননি অভিনেতা।

অন্যদিকে শ্রাবন্তী ও নিজের চরিত্র নিয়ে বেশ উৎফুল্ল, এই প্রথম লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করবেন শ্রাবন্তী, নায়িকা জানান বেশ সুন্দর একটি চরিত্র, ছবিতে আমি একাধারে মা অন্যদিকে একজন স্ত্রী। চরিত্রে টানাপোড়েনের মধ্যে দিয়ে গল্পটিকে খুব সুন্দর ভাবে বোনা হয়েছে। দেবের সাথে এতদিন পরে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে।

ছবির শুটিং শুরু হতে হতে ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে তাতে একপক্ষ জয়ী এবং অন্য পক্ষের পরাজয় ঘটবে। তবে নিজেদের অভিনয় জীবনে সাথে রাজনীতিকে গোলাতে নারাজ দেব এবং শ্রাবন্তী। এই বিষয়ে দুজনেরই স্পষ্ট বক্তব্য, দুটি দিক পুরোপুরি আলাদা, অভিনয় এর সাথে রাজনৈতিক তরজা কে এক করতে চাইনা। জানা যাচ্ছে করোনার কাটা জাকিয়ে না বসলে আগামী আগস্ট সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, সব ঠিক থাকলে ২০২২ এ রিলিজ হবে সিনেমাটি।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles