বিনোদন

অন্য ধর্মের প্রতি মশকরা করছেন মীর, ‘মীরাক্কেল’ বয়কটের ডাকে উত্তাল সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয়। তাঁর পোস্টের মধ্যে মজা, ঠাট্টা সবসময় থাকে।

মীরাক্কেলের মীর কিংবা রেডিওর জকি দুইদিকেই সমান জনপ্রিয় মীর। সবসময় তিনি হাসি-খুশি থাকতে পছন্দ করেন। আর তাঁর অনুগামীদেরও হাসাতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয়। তাঁর পোস্টের মধ্যে মজা, ঠাট্টা সবসময় থাকে। তবে এবার মজা করতে গিয়েই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এইবছর দুর্গোপুজোতে প্রতিদিনই অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে মজার মজার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তিনি অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা বালানের একটা বিকৃত ছবি দিয়ে আবার দশমীর শুভেচ্ছা জানিয়েছেন রাবণ সেজে। তাঁর মাথায় দশটা মুন্ডু লাগিয়ে তিনি ছবি পোস্ট করেছেন।

কিন্তু নবী দিবসে খুব সাধারণভাবে শুভেচ্ছা জানান। কোনো মজা বা বিকৃত ছবি দিয়ে নয়। সাদাহরণ ছবি দিয়ে পোস্ট করেন। আর এরপরেই শুরু হয় সমালোচনা। নিজের ধর্মের উৎসবের দিন ভালো করে শুভেচ্ছা জানিয়ে অন্য ধর্মের উৎসবের দিন এরকম বিকৃত মনোভাবের কারণ কি? একের পর এক তির্যক কমেন্ট পড়ে তাঁর পোস্টে। কেউ কেউ আবার মীরাক্কেল বয়কট করার ডাক দিয়েছে। কেউ আবার হাতে নয় ভাতে মারার কথাও কমেন্টে লিখেছেন।

কেউ আবার বলেছেন বিদ্যা বালানের জায়গাতে যদি সাধারণ দূর্গা মূর্তির ছবি দিতেন তাহলেও এই লাইক, কমেন্ট পেতেন। আপনার জনপ্রিয়তাতে কোনোরকম ছেদ পড়ত না। এছাড়া অনেকে আবার মীরের এরকম আচরণ দেখে অবাক হয়ে বলেছেন যে মীরের থেকে এরকম জিনিস কেউ আশা করেননি। যদিও এতসব মন্তব্যের পরেও মীরের থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

দেখুন সেই সব পোস্ট-

শুভ মহা অষ্ট-মীর শুভেচ্ছা ॥ ????

Posted by Mir Afsar Ali on Friday, October 23, 2020

এই চেহারায় একটাই সমস্যা… selfie তোলা খুব চাপের! ?
যাক গে! Dussehra আর বিজয়া দশ-মীর শুভেচ্ছা… ?❤️

#shubhobijoya #dussehra

Posted by Mir Afsar Ali on Monday, October 26, 2020

নবী দিবসের শুভেচ্ছা সকলকে… ?
সবাই খুব ভাল থাকুন। শুকরান আল্লাহ… ❤️

Posted by Mir Afsar Ali on Friday, October 30, 2020

Related Articles