Advertisements

‘Sexy back’-এ তুমুল নাচ মিঠুনের পুত্রবধূ মাদালসার, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

হিন্দি ধারাবাহিক অনুপমা ইতিমধ্যে অন্যতম হিট সিরিয়াল হিসেবে পরিচিত পেয়েছে বিনোদন জগতে। সেখানে কাব্যার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী মাদালসা শর্মা। তবে এই অভিনেত্রীর আরো একটি পরিচয় রয়েছে। তিনি বিখ্যাত মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ অর্থাৎ মহাক্ষয় চক্রবর্তীর বউ।

এর আগে মাদালসা জানিয়েছিলেন শ্বশুর মিঠুনের সঙ্গে তার সম্পর্ক একেবারে বাবা মেয়ের মতো। তিনি বলেন যে তার অভিনয় জগতের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন শ্বশুরের কাছ থেকে।

বর্তমানে মিঠুনের পুত্রবধূর অভিনয়ে এখন মুগ্ধ নেটিজেনরা। সবজায়গাতেই তাকে নিয়ে চর্চা চলে তার মিষ্টতায় মজেছে অনেকেই আর তাইতো ফ্যান ফলোয়িং সংখ্যা নেহাত কম নয়। মাঝে মাঝে তাকে দেখা যায় পরিবারের সাথে বা নিজের ছবি ভক্তদের সাথে ভাগ করে নিতে।

সম্প্রতি এবার জাস্টিন টিম্বারলেক এর সেক্সি ব্যাক গানে নেচে ভাইরাল হলেন মাদালাসা। মাঝেমধ্যেই তাকে ইনস্টাগ্রামে তাকে রিল ভিডিও বানাতে দেখা যায় এবারেও সেরকমই একটি রিল ভিডিও বানিয়ে ভাইরাল হলেন তিনি। এখানে অভিনেত্রীকে তার মা শিলা শর্মার সাথে জমিয়ে নাচ করতে দেখা গেল।

ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন ইয়ে ম্যা হু, অউর ইয়ে হামারি ম্মামা হ্যায় আর ইয়ে হামারি ডান্স পাওরি হো রহি হ্যায়। আসলে এই লাইনটি বর্তমানে বেশ ফেমাস হয়েছে আর সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন মাদালাসা।

Related Articles