বলিউড নায়িকাদের টেক্কা দিতে তৈরি ‘Super Hot’ মীরা, শাহিদ পত্নীর গ্লাম ফিগারে বেসামাল সাইবারবাসীরা

কিছু কিছু অভিনেতার স্ত্রী অভিনয় জগতের সাথে যুক্ত না থাকলেও গ্ল্যামারাস নায়িকাদের থেকে তারা কোনো অংশে কম নয়। আর তাদের মধ্যে অন্যতম বলিউডের ড্যাশিং হিরো শাহিদ কাপুর এর স্ত্রী মীরা রাজপুত।
মিরা অভিনয় এর সাথে যুক্ত না থাকলেও লাইট থাকে সর্বদাই তার ওপরে, ২০১৫ সালে শাহিদের সাথে সাত পাকে বাঁধা পড়েন মিরা। শাহিদের থেকে প্রায় ১৩ বছরের ছোট মিরা দুই সন্তানের মা হয়েও নিজের সৌন্দর্যকে ধরে রেখেছেন ম্যাজিকের মতন।
বিয়ের এক বছরের মাথায় শাহিদ এবং মিরার প্রথম সন্তান মিশা জন্ম নেয়, এর পর ২০১৮ সালে দ্বিতীয় সন্তান জৈন জন্মায়। বলিউডের নায়িকা হওয়ার মতো সমস্ত গুণ থাকার পরও সিনে জগৎ থেকে দূরেই থাকতে চান শাহিদ পত্নী নিজেই তা বহুবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ শহীদ ঘরনী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রম প্রফাইলে কিছু ফটোশুটের ছবি পোস্ট করেছেন মিরা, পড়নে প্রিন্টেড বিকিনি চোখে সানগ্লাস। মিরার এই বিকিনি লুকে নেট দুনিয়ায় রীতিমতো তাপমাত্রার পারদ বেড়ে গিয়েছে কয়েক ধাপ। ছবির ক্যাপশনে মিরা লিখেছেন, ‘অগোছালো হওয়ার কয়েক মুহুর্ত আগে’। মিরা পোস্ট টি করার মুহূর্তের মধ্যেই ম্যাজিকের মত ভাইরাল হয়েছে তার ছবিগুলি।