Advertisements

প্রথম বিবাহে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ের মাস পেরোতেই ফুটে উঠল দিয়ার ‘বেবি বাম্প’

Advertisements

গত ১৫ ই ফেব্রুয়ারি বৈভব রেখির সাথে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তারপরে বৈভবের প্রথম পক্ষের মেয়ে সামাইরাকে নিয়ে দিয়া বৈভব ছুটি কাটাতে উড়ে গিয়েছে মালদ্বীপ সমুদ্রসৈকতে। আর এবার সেখান থেকেই দিলেন খুশির খবর।

মা হতে চলেছেন দিয়া মির্জা ইনস্টাগ্রাম সেই খবর নিজেই জানালেন অভিনেত্রী। মালদ্বীপের সমুদ্রে পড়ন্ত সূর্যের সামনে বেবি বাম্প নিয়ে ছবি দিলেন অভিনেত্রী তার পরনে ছিল ফ্লাওয়ার প্রিন্টের লাল রঙের কাফতান পোশাক।

দিয়া নিজের ছবিটি পোস্ট করে লেখেন,” শরীরের ভেতরে আরো একটি প্রাণকে জায়গা দিতে পেরে তিনি গর্বিত। জীবনের সেরা স্বপ্নকে গর্ভে ধারণ করছেন তিনি।” দিয়ার মা হওয়ার খবর ঘোষণার পরে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিব্যা কুমার, শ্রেয়া ঘোষাল সহ একাধিক বলিউডের তারকাই শুভেচ্ছাবার্তা জানিয়েছে দিয়াকে।

প্রথম স্বামী সাহিল সঙ্ঘার সঙ্গে ২০১৯ এ বিচ্ছেদ ঘটে দিয়ার। এর পর গত ফেব্রুয়ারিতে বৈদিক মতে চুপিসারে বৈভব রেখির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়া। কিছুদিন আগেই দিয়ার একটি পোস্ট নিয়ে তুমুল ঝড় উঠেছিলো নেট দুনিয়ায়, যেখানে পুরুষদের যৌন ক্ষমতা কমে যাওয়ার জন্য পরিবেশ কে দ্বায়ী করে নিজের টুইটারে একটি পোস্ট লিখেছিলেন অভিনেত্রী। আর এবার বিয়ের ৪৫ দিনের মাথায় গর্ভবতি হওয়ায় আবারো চর্চায় দিয়া।

Related Articles