বিনোদন

শরীরে নেই একটুকরো কাপড়, এইভাবে উষ্ণতা ছড়াচ্ছেন পুনম! দেখে নিন ভাইরাল ছবি

Advertisement
Advertisement

পুনাম পান্ডে মানে উষ্ণতা ভরপুর, আর তার সঙ্গে গনগনে বিতর্কের আচ। আসলে তিনি সমালোচনাকেও উপভোগ করেন। সমালোচনা লাইমলাইট এর ভিতরে কি করে থাকতে হয় তা তার থেকে ভালো আর কেউ জানেনা। নানাভাবে খবরের শিরোনামে থাকতে চান তিনি এবারেও তার অন্যথা হলো না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবার ছবি পোস্ট করে শিরোনামে উঠে এসেছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরা দিকে তাকিয়ে বসে আছে পুনম। তবে আর পাঁচটা সাধারণ মানুষের মতো যে পুনাম বসে থাকবেনা তা তো স্বাভাবিক। তার সব কিছুর মধ্যেই এমন কিছু যা তাকে আলাদা করে। ছবিতে দেখা যাচ্ছে পুনাম কোনক্রমে তার বুকের উপর হাত দিয়ে রয়েছেন। তাতে তার সামান্য ঢাকা পড়ছে ঠিকই কিন্তু অনেকটাই উন্মুক্ত, অনেকটাই দৃশ্যমান। আর তারই ছবি ইন্টারনেটে আবার হইচই ফেলে দিয়েছে। তার ছবি এখন হটকেকের গুরুত্ব পাই।

View this post on Instagram

Hey.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

নেট দুনিয়ায় হট সেন্সেশন এর তালিকায় সবার প্রথমে উঠে আসে পুনমের নাম। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা নেহাতই হাতে গোনা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শরীরী আবেদন পূর্ণ ছবি দিয়ে লাইম লাইটের শীর্ষে থাকে। হট এন্ড সেক্সি ভিডিও পোস্ট করে পুরুষদের রাতের ঘুম উড়াতে তার জুড়ি মেলা ভার।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles