Spacial

মাত্র 10 লক্ষ টাকা জমা দিয়েই পেয়ে যাবেন ২১ লক্ষ টাকা, জানুন SBI-এর দুর্দান্ত স্কিম সম্পর্কে

Advertisement
Advertisement

SBI New Scheme: বর্তমানে অর্থ বিনিয়োগ করার জন্য বহু মানুষ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজ করেন। আর বিশ্বাসযোগ্যতার কথা বলতে গেলে প্রথমেই নাম আসে সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং পোস্ট অফিসের কথা। বর্তমানে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) সাধারণ গ্রাহকের সুবিধার জন্য নানা ধরনের স্কিম চালু করেছে। প্রবীনদের জন্য এখানে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) প্রবীণ নাগরিকদের জন্য এমন একটি লাভজনক স্কিম নিয়ে এসেছে যার মাধ্যমে ১০ লক্ষ টাকা জমা করলে মেয়াদ শেষে ২১ লক্ষ টাকা পাওয়া সম্ভব।

SBI New Scheme

স্কিমটির নাম (Scheme Name): দেশের প্রবীণ নাগরিকদের (Senior Citizen) অবসর গ্রহণের পর অর্থনৈতিক সুরক্ষার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে বিশেষ স্কিমটি নিয়ে এসেছে তার নাম সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম। এটি সিনিয়র সিটিজেন মানুষদের জন্য একটি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বলা চলে।

সুদের পরিমাণ (Interest Rate): এই স্কিমে প্রবীণ নাগরিকরা ৭ দিন থেকে ১০ বছরের জন্য টাকা রাখতে পারেন ৷ প্রবীণ নাগরিকরা সাধারণ মানুষের থেকে ০.৫০% বেশি সুদ পান ৷ তবে ৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ১% বেশি সুদ দেওয়া হয় তাদের। অর্থাৎ সাধারণ গ্রাহকরা ৫ থেকে ১০ বছরের FD তে ৬.৫% সুদ পান এবং প্রবীণ নাগরিকরা (senior citizen) পান ৭.৫% সুদ। ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে স্টেট ব্যাঙ্ক (State Bank of India) ২ কোটি টাকার কম ডিপোজিটে সুদের হার (fixed deposit interest rate) ০.২৫% বাড়িয়েছে।

SBI New Scheme

টাকা ডবল করার উপায় (Profit): কোনো প্রবীন নাগরিক এই স্কিমের মাধ্যমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৭.৫% সুদ হিসেবে মেয়াদ শেষে তিনি পাবেন ২১০২৩৪৯ টাকা ৷ অর্থাৎ এক্ষেত্রে তার সুদ মিলবে ১১০২৩৪৯ টাকা।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles