গোলাপি আভায় কাড়বে নজর, চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে সস্তায় 5G স্মার্টফোন লঞ্চ করল Nokia

নোকিয়া তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে চলতি মাসের ৬ তারিখ। যদিও সদা তাদের নতুন মডেল নিয়ে ব্যস্ত ছিল তবে এবার তারা মিড সেগমেন্টের ফোন নিয়ে ফিরে আসছে। যদিও মোবাইলের স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানায়নি সংস্থা তবে গ্রাহকেরা কেমন উৎসাহী তা জানার জন্য সংস্থা বেশ উদগ্রীব। জানা যাচ্ছে, নোকিয়া তাদের মিড রেঞ্জ সেগমেন্টের নতুন ৫জি ফোন নিয়ে হাজির হতে চলেছে।
একটি নতুন টিজার ভিডিও প্রকাশ পেয়েছে আর সেই ভিডিও দেখে মনে করা হচ্ছে এটি হাতের মধ্যে রাখর জন্য আরও সুবিধাজনক। যদিও এখনও পর্যন্ত এটি কোনো ই-কমার্স সাইটে যুক্ত হয়নি তাই এটির বিস্তারিত সম্পর্কে কিছুটা ধোয়াশা রয়েছে। HMD গ্লোবাল চলতি বছরের জুন মাসে ইউরোপে Nokia G42 5G লঞ্চ করেছে। এই ফোনটি ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে এবার জেনে নেওয়া যাক আসন্ন মোবাইলে কি কি রয়েছে। এতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি IPS LCD HD+ ডিসপ্লে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এটি গরিলা গ্লাস ৩ দিয়ে তৈরি ডিসপ্লে নিরাপত্তার জন্য। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ SoC প্রসেসর রয়েছে। স্টোরেজের কথা বলতে গেলে এতে রয়েছে ৪ জিবি ও ৬ জিবি র্যামের দু’টি ভ্যারিয়েন্ট ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি।
মোবাইলটি অ্যান্ড্রয়েড ১৩-তে রান করে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ্ মডিউল রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ২০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে মোবাইলে। মোবাইলে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, জিপিএস সহ একাধিক সুবিধা।