Advertisements

বিয়ের আগে হবু বরের সঙ্গে একি করলেন সুন্দরী যুবতী! ছিঃ ছিঃ করছে সাইবারবাসী

Advertisements

বর্তমানে বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশুট একটি নতুন ফ্যাশনে পরিণত হয়েছে, অর্থাৎ সাত পাকে বাঁধা করার আগেই হবু বর বউ একসাথে নিজেদের কিছু বিশেষ মুহুর্ত কে ক্যামেরা বন্দী করে রাখেন। আর এই প্রি ওয়েডিং শ্যুট এ প্রত্যেক যুগল চায় সবার থেকে নিজেদের শ্যুট কে কিছু অভিনব করতে।

প্রত্যেকটি দম্পতি চায় নিজের বিয়ের স্মৃতি কে সকলের থেকে বিশেষ বানাতে। আর তার প্রস্তুতি বিয়ের আগের থেকেই শুরু হয়। বর্তমানে সেই কারণে আমরা দেখতে পাই নতুন নতুন কায়দায় যুগলদের প্রি ওয়েডিং ফটোশুট করতে। অভিনব কায়দায় সকলের প্রি ওয়েডিং ফটোশুট দেখে তাক লেগে যাওয়ার যোগাড় হয়।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আমরা অনেক কিছু নতুন জিনিস দেখতে পাই, তার মধ্যে আরেকটি হলো প্রি ওয়েডিং শ্যুট। বিয়ের মরসুমে আসলেই চোখে পড়ে এই সব শ্যুট। কোথাও জলের তলায় আবার কোথাও পাহাড়ের কোলে। সকলেই নিজের শ্যুট কে করে তুলছে চায় সবার থেকে আলাদা। তবে সম্প্রতি এক যুগল যা করলেন তা দেখে প্রশংসার বদলে নিন্দার মুখেই পড়তে হল তাদের।

সম্প্রতি, এমনই একটি প্রি ওয়েডিং ফটোশুটের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যা দেখে রীতিমতো তাজ্জব নেটাগণরিকরা। কেরোলার এক যুগলের প্রি ওয়েডিং ফটাফট সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কাদায় শুয়ে ঘনিষ্ট আলিঙ্গন করছে ওই জুটি। এই প্রি ওয়েডিং শ্যুট সামনে আসতেই ছি ছি রব পড়েছে নেট জগতে। অনেকেই প্রশ্ন তুলেছে ওই জুটির অভিরুচি নিয়ে। আবার অনেকে এই কাপলের শ্যুটে করছেন মজার মন্তব্য।

Related Articles