নিউজরাজ্য

বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ, রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, জারি সতর্কতা

আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Advertisement
Advertisement

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে আজ রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। বেশ কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী হয়েছে। এই নিম্নচাপের জেরে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়বে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। আবার বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

উপকূলে ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার ফলে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলোতেও সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে।

Related Articles