নদীয়া সংবাদনিউজরাজ্য

সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হলেন নদীয়া জেলার যুবমোর্চার সভাপতি

গতকাল কোতোয়ালি থানার সাইবার ক্রাইম বিভাগে তিনি একটি লিখিত অভিযোগ জমা করেন।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া: সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ড, যুক্তি-তক্কো বাকবিতণ্ডার ঊর্ধ্বে গিয়ে ব্যক্তি এবং দলীয় বিষয়ে কুরুচিকর অশ্লীল মন্তব্যে ক্ষুব্ধ হয়ে যান ভারতীয় জনতা যুব মোর্চার নদিয়া দক্ষিণ জেলার সাংগঠনিক সভাপতি ভাস্কর ঘোষ।

গতকাল কোতোয়ালি থানার সাইবার ক্রাইম বিভাগে তিনি একটি লিখিত অভিযোগ জমা করেন। তার মতে রাজনৈতিক প্রতিপক্ষ চিরকাল থাকবেই! যুক্তি-তক্কো ঠান্ডা লড়াই চলে রাজনৈতিকভাবেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে অশ্লীল ভাষায় ব্যক্তিগত আক্রমণ যে দলের সমর্থকরাই করুক না কেন তা নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ।

তিনি তাই বলেছেন যে সম্পূর্ণ আইনি ভাবেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। প্রশাসনের উপর ভরসা আছে এ বিষয়ে নিশ্চয়ই তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দেবেন বলে তিনি প্রশাসনের উপর আস্থা রাখছেন।

Related Articles