রাজনীতিরাজ্য

“বাংলায় নেতৃত্ব বাঙালি‌ই করবে”, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে ঠিক করে ফেলেছেন অমিত শাহ?

Advertisement
Advertisement

সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার তুঙ্গে। ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারেও খামতি নেই। আজ রাজ্যে এলেন বিজেপি নেতৃত্ব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

শুধু অমিত শাহ-ই নন, আরও নেতারা এসেছিলেন সাম্প্রতিক কালে প্রচারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতৃত্বরা তাঁদেরকে বহিরাগত বলে যে কটূক্তি করেছেন, তার জবাব আজ দিলেন অমিত শাহ।

অমিত শাহ জানান, ভারতীয় জনতা পার্টির সদস্যরা বিভিন্ন রাজ্য যেমন অসম, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, গুজরাট থেকে আগত হলেও প্রত্যেকেই বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন ও বাংলার প্রতি শ্রদ্ধাশীল। তাই বহিরাগত তত্ত্ব যুক্তিহীন ও ভিত্তিহীন।

অমিত শাহ আরও জানান, বাংলায় নেতৃত্ব বাঙালিই করবে। বাংলায় ভারতীয় জনতা পার্টির থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও একজন বাঙালিই হবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর চিন্তা করার কোনো কারণ নেই। এবং বিজেপিকে আর কোন ও উপায়ে পরাস্ত করতে না পেরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এইসব মনগড়া যুক্তি তৈরি করছেন।

Related Articles