আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া

শহরবাসীর জন্য স্বস্তির খবর শোনাল আলিপুর আবহওয়া দফতর। আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই বঙ্গে নামতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবার শহরের আকাশ গুমোট মেঘলা, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়ার্স।
উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এলাকায় আগামী ২-৩ ঘন্টার মধ্যেই হতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূবালী বায়ু সক্রিয় হওয়ার প্রভাবে আগামী ৩৬ ঘন্টায় তাপমাত্রার তাপমাত্রায় আসবে বড়সর পরিবর্তন। পারদের কাটা যাবে নিচের দিকে। তবে ৩ এপ্রিল-২৪ এপ্রিল থেকে আবার বাড়বে বাতাসে গরমের অস্বস্তি।
হওয়া ভবনের রিপোর্ট, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরের বাতাসে এদিন জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ।
উল্লেখ্য, গত সপ্তাহে শনিবার সন্ধে সাড়ে সাতটা থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় কলকাতায় এবং দুই ২৪ পরগণায়, সঙ্গে ছিলো ঘন্টায় ৩০ থেকে ৪০ কমি বেগে ঝোড়ো হাওয়া, যার ফলে শহরবাসী কিছুটা মুক্তি পেয়েছিলো হাসফাঁস গরমের থেকে, যার ফলে সোমবারের বাতাস ছিল কিছুটা আরামদায়ক।
সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রী। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ বলে রিপোর্ট হাওয়া ভবনের।