নিউজরাজ্য

প্রকাশিত হল উচ্চমাধ‍্যমিকের সময়সূচী, একনজরে দেখে নিন কবে কোন পরীক্ষা

Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ২০২১-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা সামনের বছর জুন মাসে হবে। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করল একাদশ শ্রেণি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী। শিক্ষামন্ত্রীর ঘোষণার পরেই জারি হল পরীক্ষার সময়সূচী।

বৃহস্পতিবার সময়সূচী প্রকাশ করে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৫ জুন, ২০২১ থেকে। শেষ হবে ৩০ জুন। পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। পাশাপাশি একাদশ শ্রেণির পরীক্ষাও শুরু ১৫ জুন থেকে, যা শেষ হবে ২ জুলাই। তাদের পরীক্ষা হবে দুপুর ২ টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।

আগামী ১০ থেকে ৩১ মার্চের মধ্যে স্কুলগুলিকে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিকাল পরীক্ষাগুলি নিয়ে নিতে বলা হয়েছে। ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর ২০ এপ্রিলের মধ্যে সংসদে জমা দিতে বলা হয়েছে। উচ্চ শিক্ষা সংসদ পরীক্ষার সময়সূচী প্রকাশ করলেও মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের সময়সূচী এখনও প্রকাশ করেনি। তবে সূত্র মারফত জানা গেছে উচ্চ মাধ্যমিকের আগেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে নেওয়া হবে।
এবার জেনে নেওয়া যাক দ্বাদশ শ্রেণীর কোন বিষয়ের পরীক্ষা কবে।

১৫ জুন, ২০২১ : প্রথম ভাষা – বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি।

১৭ জুন, ২০২১ : দ্বিতীয় ভাষা – ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, অলটারনেটিভ ইংরেজি।

১৮ জুন, ২০২১ : ভোকেশনাল বিষয়।

১৯ জুন, ২০২১ : বায়োলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান।

২১ জুন, ২০২১ : ইতিহাস, অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি।

২২ জুন, ২০২১ : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শারীর শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টস।

২৪ জুন, ২০২১ : ফিলোজফি, সোসিওলজি, কর্মাসিয়াল ল ও প্রিলিমিনারি অডিট।

২৬ জুন, ২০২১ : পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।

২৮ জুন, ২০২১ : রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবী ও ফরাসি।

৩০ জুন, ২০২১ : স্ট্যাটেস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট।

একনজরে দেখে নিন একাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচীও।

করোনার দাপটে গত মার্চ থেকে স্কুল, কলেজ, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। ফলে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পেরেছিল মাত্র আড়াই মাস। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা একদিনও ক্লাস করতে পারেনি। তার ফলে সিলেবাস শেষ করা নিয়ে অনিশ্চয়তাও তৈরী হয়। এরপর কাঁটছাট করে সিলেবাসের বোঝা কমিয়ে দেওয়া হয়। এবার পরীক্ষার সময়সূচী প্রকাশ করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করলো শিক্ষা সংসদ।

Related Articles