নিউজ

১৫৬ টাকায় করোনার চিকিৎসা! জেনে নিন SBI-এর আকর্ষণীয় স্কিমের সুবিধা

Advertisement
Advertisement

দিনে দিনে বাড়ছে করোনার বাড়বাড়ন্ত, করোনার ঢেউ এ বেসামাল বিশ্ব। ভারতের করোনা সংক্রমন প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে, আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষদের জন্য এক বিশেষ স্কিম আনলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India) স্কিমটির নাম রাখা হয়েছে করোনা রক্ষক স্কীম।

মূলত SBI এর এই স্কিম আদতে একটি স্বাস্থ্য বীমা। এই স্কিমের অধীনে আপনি মাত্র ১৫৬ বিনিময়েই পেয়ে যাবেন করোনা চিকিৎসার সুবিধা। এই স্কিমের দ্বারা করোনা আক্রান্ত পেয়ে যাবেন ১০০ শতাংশ মেডিকেল কভারেজ। তবে এই মেডিকেল স্কিমটির গ্রাহক হতে হলে আপনার বয়স হতে হবে ১৮ বছরের উদ্ধে। মেডিকেল স্কিমটি করার জন্য কোনরকম মেডিকেল টেস্ট অপ্রয়োজন৷

এই স্কিম প্রিমিয়ামেই কভারেজেই হবে। নূন্যতম ১৫৬ টাকা করে প্রিমিয়াম দেওয়া যাবে করোনা রক্ষণ স্কিমে। এবং সর্বাধিক প্রিমিয়াম ২ হাজার ২৩০ টাকা। স্কিমটির ১০৫ দিন, ১৯৫ ও ২৮৫ দিনের সময়সীমা৷ ন্যুনতম ৫০ হাজার টাকা ও সর্বাধিক লক্ষ টাকা স্কিমের মেডিকেল কভারেজ৷

উল্লেখ্য, বর্তমানে করোনা পরিস্থতি ভয়াবহ মাত্র দশদিনে সংক্রমণের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। ইতি মধ্যে দেশের বেশ কিছু রাজ্যে লকডাউন ঘোষণা হয়ে গেছে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles