আন্তর্জাতিকনিউজ

মার্কিন মুলুকে ভারতের জয়জয়কার, আমেরিকা টাইম স্কোয়ারে উড়বে ভারতের জাতীয় পতাকা

স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকার বিখ্যাত টাইম স্কোয়ারে উত্তোলিত হবে ভারতের জাতীয় পতাকা।

Advertisement
Advertisement

ভারতের ইতিহাসে প্রথমবার আমেরিকার টাইম স্কোয়ারে ভারতীয় জাতীয় পতাকা উড়বে। যা এক ঐতিহাসিক ঘটনার নজির গড়বে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকার বিখ্যাত টাইম স্কোয়ারে উত্তোলিত হবে ভারতের জাতীয় পতাকা। আর এই পতাকা উত্তোলন করবে একদল ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীরা। এই প্রথম তেরঙ্গা উত্তোলিত হতে চলেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে।

আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন টাইমস স্কোয়ারে পতাকা উত্তোলন করবে ফেডারেশন অফ ইন্ডিয়ান এসোসিয়েশন। এই পতাকা উত্তোলনের বিষয়টি তারাই উদ্যোগ নিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসের দিনে একাধিক দেশ তেরেঙ্গার সম্মান প্রদর্শন করে বিভিন্ন ভাবে।

বিভিন্ন দেশের বিখ্যাত জায়গাতে পতাকা উত্তোলন করে সম্মান জানানো হয়। তবে আমেরিকাতে এই অনুষ্ঠান হবে প্রথম। যা আগে ইতিহাসে হয়নি। অর্থাৎ ফেডারেশন অফ ইন্ডিয়ান এসোসিয়েশনের উদ্যোগে এই কাজ প্রথম হবে। যা ভারত ও আমেরিকার সম্পর্কের ভিত বেশ মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

Related Articles