দেশনিউজ

ছত্রিশগড়ে ভারতীয় সেনার বড়সড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ ৪ জন নকশালি

নকশাল প্রভাবিত এলাকা সুকমা জেলায় ভারতীয় সেনা জওয়ানদের এনকাউন্টারে খতম ৪ জন নকশালি।

Advertisement
Advertisement

ছত্রিশগড়ের সুকমা জেলায় ভারতীয় সেনা জওয়ানদের সাফল্য। নকশাল প্রভাবিত এলাকা সুকমা জেলায় ভারতীয় সেনা জওয়ানদের এনকাউন্টারে খতম ৪ জন নকশালি। বস্তার এলাকার পুলিশের মহানির্দেশক সুন্দররাজ পি বুধবার জানিয়েছেন, সুকমা জেলার জগরগুন্ডা থানা এলাকার ফুলপমার গ্রামের জঙ্গলে চার নকশালিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। তিনি আরও জানিয়েছেন যে ওই এলাকায় নকশালি গতিবিধি হওয়ার খবর পাওয়ার পর ডিআরজি এবং সিআরপিএফ এর কোবরা ব্যাটালিয়ন এর সংযুক্ত দল সেখানে অভিযান চালায়।

অভিযান চালানোর পর সেখানের পরিস্থিতি উত্তপ্ত হয়। সংযুক্ত টিম যখন ফুলমপার গ্রামের জঙ্গলে ছিল, তখন নকশালিরা তাঁদের উপর গুলি চালানো শুরু করে। এরপর পাল্টা জবাব দেয় সেনা জওয়ানরাও। এনকাউন্টারে খতম হয় ৪ জন নকশালি।

আরও অনেকজন ছিল যারা পালিয়ে যায়। এরপর পুলিশ তল্লাশি চালানোর পর জানতে পারে সেখানে ৪ জন নকশালির দেহ, একটি ৩০৩ রাইফেল, দেশি বন্দুক আর বিস্ফোরক সামগ্রী পাওয়া যায়।

Related Articles