অর্থনীতিনিউজ

Life Insurance Policy: অবিশ্বাস্য হলেও সত্যি! মাত্র ২০ টাকায় ২ লক্ষ টাকার বীমা পাবেন আপনিও

 ২০ টাকার বিনিময়ে এই পলিসিতে আপনি পেতে পারেন ২ লক্ষ টাকা

Advertisement
Advertisement

অনেক মানুষ আছেন যারা জীবন বীমার (Life Insurance Policy) মাধ্যমে নিজের অর্জিত কিছুটা পরিমাণ অর্থ ভবিষ্যতের জন্য সুরক্ষিত করে রাখতে চান৷ বর্তমানে এই জীবন বীমা পরিচালনা করার জন্য অনেক সরকারি ও বেসরকারি সংস্থা রয়েছে৷ তারা নানা রকম বীমা পরিকল্পনা গ্রহণ করে গ্রাহকদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে থাকেন৷ অনেকেই বেসরকারি জীবন বীমা সংস্থা প্রসঙ্গে জানেন ঠিকই, কিন্তু সরকারও যে এজাতীয় নানা প্রকল্প পরিচালনা করে তা কিন্তু অনেকের কাছেই অজানা৷

কম উপার্জনের কারণে সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণির মানুষের পক্ষে মোটা অঙ্কের প্রিমিয়াম দিয়ে জীবন বীমা স্কিম পরিচালনা করা সম্ভব হয় না৷ কিন্তু তারাও যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হন সেই ব্যবস্থাই করেছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত জীবন বীমা প্রকল্পটির (Life Insurance Policy) নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা বা PMSBY৷ এই প্রকল্পটিতে মাত্র ২০ টাকার প্রিমিয়াম ভরলেই ২ লক্ষ টাকার বীমার সুবিধা পাওয়া সম্ভব৷

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা বা PMSBY স্কিমের অধীনে যদি আপনি আপনার জীবন বীমা পলিসিটি (Life Insurance Policy) চালু করেন তাহলে প্রতি বছর আপনাকে ২০ টাকা করে প্রিমিয়াম দিতে হবে৷ বীমা প্রকল্পের জন্য নিজের নাম নথিভুক্ত করলে সেখানে দেওয়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি এই টাকাটি কেটে নেওয়া হবে৷ আগে এই স্কিমে বছরে ১২ টাকা করে প্রিমিয়াম দিতে হতো, এখন তা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে৷ যদিও তা এখনও পর্যন্ত সাধারণের সাধ্যের মধ্যেই আছে৷

এই জীবন বীমা প্রকল্পটি (Life Insurance Policy) চালু করতে প্রকল্পের সঙ্গে গ্রাহককে অবশ্যই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সংযুক্ত করতে হবে৷ এই স্কিমটি যার নামে চালু করা হবে কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হলে বা তিনি অক্ষম হলে তার উপর নির্ভরশীল তার উত্তরাধিকারীরা ২ লক্ষ টাকা পাবেন৷ প্রিমিয়ামের অর্থের পরিমাণ যথেষ্ট কম হওয়ায় অল্প সময়েই এই প্রকল্প অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে৷

PMSBY বীমাটি চালু করার জন্য যে কোনো ব্যাঙ্কের শাখায় রেজিস্ট্রেশন করা যেতে পারে৷ এছাড়াও বীমা এজেন্টদের কাছেও এই বীমা কেনা সম্ভব৷ বিভিন্ন সরকারি ও বেসরকারি বীমা কোম্পানি গুলিও এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকে৷ এই বীমা পলিসিতে (Life Insurance Policy) নিজেকে সংযুক্ত করে এর সুবিধাগুলি পেতে রেজিস্ট্রেশনের আগে আরো একবার এর নিয়মাবলী গুলি বিস্তারিত ভাবে জেনে ও বুঝে নেবেন৷

Related Articles